Print Date & Time : 28 August 2025 Thursday 6:29 am

অজ্ঞাত গাড়ি চাপায় প্রাণ গেল কৃষকের

প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মো. কামাল শেখ (৫৫)) নামে এক কৃষক নিহত হয়েছেন।

শনিবার (১৫ মার্চ) সকালে উপজেলার মালখানগর-ইছাপুরা সড়কের মধ্যপাড়া ইউনিয়নের কাকালদি নামক এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত কৃষক মোঃ কামাল শেখ মুন্সীগঞ্জ জেলার টঙ্গীবাড়ী উপজেলার আউটশাহী ইউনিয়নের সিলিমপুর গ্রামের মৃত মমিন আলীর পুত্র।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে ব্যাটারি চালিত একটা অটো রিক্সয় টমেটো নিয়ে ঢাকার একটি পাইকারি আড়তে যাচ্ছিলেন কৃষক কামাল শেখ । গাড়িটি সিরাজদিখান উপজেলার কাকালদি এলাকায় পৌঁছালে অজ্ঞাত গাড়িট ধাক্কায় ব্যাটারি চালিত অটো রিস্কাটি খাদে পড়ে যায়। এ সময় ঘটনাস্থলেই কামাল শেখ মারা যায়। অটোচালকের এখনো খোঁজ পাওয়া যায়নি।

সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহেদ আল মামুন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ স্বজনরা নিয়ে যায়। চালকের এখনো খোঁজ পাওয়া যায়নি।