শেয়ার বিজ ডেস্ক: অটোওয়ার্কারদের চলমান ধর্মঘটের কারণে যুক্তরাষ্ট্রের অর্থনীতিতে চার বিলিয়ন বা ৪০০ কোটি ডলারের ক্ষতি হয়েছে। মিশিগানভিত্তিক একটি গবেষণা প্রতিষ্ঠানের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে। খবর: এবিসি নিউজ।
অ্যান্ডারসন ইকোনমিক গ্রুপের এক প্রতিবেদনে বলা হয়, ধর্মঘটের প্রথম দুই সপ্তাহে শ্রমিকরা ৩২৫ মিলিয়ন বা সাড়ে ৩২ কোটি ডলারের মজুরি হারিয়েছেন। একই সঙ্গে বড় তিন মোটরগাড়ি নির্মাতা প্রতিষ্ঠান জেনারেল মোটরস, ফোর্ড ও স্টেলান্টিসের উৎপাদনে ক্ষতি হয়েছে এক বিলিয়ন বা ১০০ কোটি ডলারের বেশি।
ইউএডব্লিউয়ের ৮৮ বছরের ইতিহাসে এটিই প্রথম বিক্ষোভ। ধর্মঘটের ফলে সরবরাহকারী, ডিলার ও ভোক্তাদের অতিরিক্ত ব্যয়ের জন্য প্রথম দুই সপ্তাহে প্রায় চার বিলিয়ন ডলারের অর্থনৈতিক ক্ষতি হয়েছে। ধর্মঘটের প্রথম দিন ১৫ সেপ্টেম্বর মিশিগান, মিসৌরি ও ওহাইওর তিনটি অটো প্ল্যান্ট থেকে ইউনাইটেড অটো ওয়ার্কার্সের প্রায় ১৩ হাজার শ্রমিক একযোগে বেরিয়ে আসেন।
ধর্মঘট শুরু হওয়ার পর ফোর্ড একই দিনে মিশিগানের একটি কারখানায় গাড়ির যন্ত্রাংশ যুক্ত করার কাজে নিয়োজিত ৬০০ শ্রমিককে ছাঁটাই করে। কোম্পানির মুখপাত্র বলেন, নিকটবর্তী একটি কারখানার পেইন্ট বিভাগের কর্মীরা ধর্মঘটে নেমেছেন। ফলে যন্ত্রাংশ যুক্ত করার কর্মীরা পর্যাপ্ত যন্ত্রাংশ পাচ্ছেন না। কারণ যন্ত্রাংশ যুক্ত করার করার আগে রঙের প্রয়োজন হয়।
এক সপ্তাহ পর ৩৮টি গাড়ির যন্ত্রাংশ সরবরাহকারীদের মধ্যে প্রায় পাঁচ হাজার ৬২৫ জন অতিরিক্ত ইউনাইটেড অটো ওয়ার্কার্স ইউনিয়ন (ইউএডব্লিউ) সদস্য কাজ ছেড়ে চলে যান। এই ইউনিয়নটি ‘স্ট্যান্ড-আপ’ ধর্মঘটের ডাক দিয়েছে। তারা হাজার হাজার অতিরিক্ত শ্রমিকদের চাকরি ছাড়ার কিছু সময় আগে নতুন ধর্মঘটের লক্ষ্যমাত্রা ঘোষণা করে।
অ্যান্ডারসন ইকোনমিক গ্রুপের সিইও প্যাট্রিক অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেন, ইউএডব্লিউ কয়েক ঘণ্টা আগে কাজ বন্ধ করার ঘোষণা দেয়ায় সরবরাহকারীরা বিশেষ করে প্ল্যান্টগুলো কৌশলগতভাবে মারাত্মক ক্ষতিগ্রস্ত হয়। ৩৮টি যন্ত্রাংশ সরবরাহ কেন্দ্র বন্ধ হয়ে যাওয়ায় ডিলারশিপ সেবা কার্যক্রমও ব্যহত হয়েছে। আরও বেশি পরিমাণ ইউএডব্লিউ কর্মীরা মজুরি হারিয়েছেন।
জেনারেল মটরস ও স্টেলান্টিস এবিসি নিউজকে এ বিষয়ে মন্তব্য করতে রাজি হয়নি। ফোর্ড ও ইউএডব্লিউ এবিসি নিউজের মন্তব্য করার অনুরোধে সাড়া দেয়নি।
অর্থনীতিবিদরা সতর্ক করে বলেছেন, যুক্তরাষ্ট্র এখনও তার অর্থনীতিতে ধর্মঘটের কোনো বড় প্রভাব দেখতে পায়নি। তাদের ধারণা, এক মাস বা তারও বেশি সময় ধরে দীর্ঘায়িত ধর্মঘট দেশের জিডিপির ক্ষতি করতে পারে এবং মন্দার সম্ভাবনা বাড়িয়ে তুলতে পারে।
অর্থনীতিবিদরা এর আগে এবিসি নিউজকে বলেন, ধর্মঘটের ফলে আর্থিক ক্ষতি হতে পারে, সরবরাহ শৃঙ্খলে বিঘœ ঘটতে পারে, উচ্চ মূল্য এবং অন্যান্য অর্থনৈতিক ক্ষতি হতে পারে।
এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ইউনিয়নের সদস্যদের এই ধর্মঘটের প্রতি সমর্থন জানিয়েছেন। হোয়াইট হাউসে এক সংক্ষিপ্ত বক্তব্যে বাইডেন বলেন, আমি বিশ্বাস করি রেকর্ড করপোরেট মুনাফার অর্থ হচ্ছে, ইউএডব্লিউর জন্য রেকর্ড চুক্তি নিশ্চিত করতে কোম্পানিগুলোর আরও এগিয়ে আসা উচিত। রেকর্ড করপোরেট মুনাফা ইউএডাব্লিউর জন্য রেকর্ড চুক্তি দিয়ে সমবণ্টন করা উচিত।
প্রেসিডেন্ট বাইডেন আরও বলেন, আমি আশা করি, দলগুলো আলোচনার টেবিলে ফিরে এসে এমন চুক্তি করতে পারবে যাতে দুই পক্ষই লাভবান হয়। তবে তিনি এর আগে ভবিষ্যদ্বাণী করেছিলেন, ইউনিয়ন ধর্মঘট করবে না। ফিলাডেলফিয়ায় শ্রমিক দিবসের ভাষণে শ্রমিকদের উদ্যাপনের পর তিনি সাংবাদিকদের বলেন, ধর্মঘট না হওয়া পর্যন্ত আমি উদ্বিগ্ন নই। আমার মনে হয় না এটা ঘটবে। চলমান ধর্মঘট নিয়ে বাইডেন ইউএডব্লিউ প্রেসিডেন্ট শন ফাইন এবং অটো কোম্পানিগুলোর নেতাদের সঙ্গে কথা বলেছিলেন। কিন্তু শেষ পর্যন্ত ধর্মঘট এড়ানো যায়নি এবং ক্ষতির পরিমাণ বাড়ছে।