Print Date & Time : 11 September 2025 Thursday 4:23 pm

অটোমেটেড চালান সিস্টেমে ১৩০টিরও বেশি সরকারি ফি দেয়া যাচ্ছে বিকাশে

সরকারের অটোমেটেড চালান সিস্টেমে লগইন করে সহজেই বিকাশের মাধ্যমে পরিশোধ করা যাচ্ছেÑপাসপোর্ট ফি, এনবিআর ট্যাক্স, ল্যান্ডট্যাক্স, জাতীয় পরিচয়পত্র সংশোধন, জš§নিবন্ধনসহ ১৩০টিরও বেশি সরকারি ফি। ফি পরিশোধের সঙ্গে সঙ্গেই গ্রাহক চালান ডাউনলোড করতে পারছেন ঘরে বসেই। কোথাও না গিয়ে লাইনে না দাঁড়িয়ে যখন প্রয়োজন তখনই সরকারি সেবা গ্রহণের অভিজ্ঞতা বদলে দিচ্ছে অটোমেটেড চালান সিস্টেমে গিয়ে বিকাশের মাধ্যমে এই ফি পরিশোধের সুযোগ। এতে যেমন বেঁচে যাচ্ছে সময় ও অর্থ, তেমনি সুবিধাজনক যে কোনো স্থান থেকেই নেয়া যাচ্ছে এই সেবা। পাশাপাশি বিকাশ অ্যাপের পে বিল অপশনের ‘সরকারি ফি’ আইকন থেকেও পরিশোধ করা যাচ্ছে ভূমিসেবা, জাতীয় পরিচয়পত্র, সিটি করপোরেশন, পৌরসভাসহ বেশকিছু সরকারি সেবার ফি। বিজ্ঞপ্তি