Print Date & Time : 6 July 2025 Sunday 4:18 am

অডিও ফাঁসের ঘটনায় ইবি উপাচার্যের পিএসকে অব্যাহতি

প্রতিনিধি, ইবি : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. শেখ আবদুস সালামের ব্যক্তিগত সহকারী (পিএস) আইয়ুব আলীকে অব্যাহতি দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (২৩ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচএম আলী হাসান। তিনি বলেন, ‘আমি অব্যাহিতর আদেশপত্র প্রস্তুত করেছি। ভিসি স্যার তাকে অব্যাহতি দেওয়ার কথা বলেছেন।

এর আগে, পিএস আয়ূব আলীর বিরুদ্ধে এর আগে আন্দোলন করেছিলেন ছাত্রলীগের সাবেক ও বর্তমান নেতারা। তখন তার কার্যালয় ভাঙচুর এবং মারধরও করেছিলেন ছাত্রলীগের নেতাকর্মীরা।

গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি “ফারাহ জেবিন” ও “মিসেস সালাম” পৃথক দুইটি ফেসবুক আইডি থেকে ইবি ভিসি অধ্যাপক ড. আবদুস সালামের নিয়োগ বাণিজ্যের ৭টি অডিও ক্লিপ ভাইরাল হয়। পরে “আল বিদা” নামে ফেসবুক আইডি থেকে ভিসির আরও একটা অডিও ক্লিপ ভাইরাল হয়। অডিওতে চাকরির প্রশ্নের বিষয়ে কথোপকথন, চাকরির বিনিময়ে আর্থিক লেনদেনসহ শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিয়োগ বাণিজ্য সংক্রান্ত বিভিন্ন বিষয়ে ভিসিকে কথা বলতে শোনা যায়।