নিজস্ব প্রতিবেদক: নির্ধারিত সীমার চেয়ে বেশি পরিচালন ব্যয় করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড। ব্যবস্থাপনায় এ খরচ করা হয়েছে বলে জানা গেছে। বার্ষিক আর্থিক বিবরণীতে এ বিষয়ে পৃথক নোট দিয়েছে কোম্পানিটির নিরীক্ষক (অডিটর)। আজ সোমবার (৭ জুন) বিনিয়োগকারীদের এমন তথ্য জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
জানা গেছে, অডিটর এ বিষয়ে ‘এমফাহাসিস অব দ্যা ম্যাটার’ বলে পৃথক নোট দিয়েছে।
সেখানে উল্লেখ করা হয়, ২০২০ সালে কোম্পানিটির ব্যবস্থাপনা কর্তৃপক্ষ অতিরিক্ত এক কোটি এক লাখ ৩৫ হাজার টাকা ব্যয় করেছে। পূর্বের বছরের চেয়ে যা ছয় দশমিক সাত শতাংশ বেশি। এটি নিয়মের লঙ্ঘন। এছাড়াও কোম্পানিটি হিসাবরক্ষণে আন্তর্জাতিক মান আইএফআরএস-১৬ অনুসরণ করেনি।
চলতি বছরে কোম্পানিটির অনেক শাখা অফিসের ভাড়ার চুক্তির মেয়াদ শেষ হবেÑ যা ভবন মালিকদের সঙ্গে হালনাগাদ করতে হবে।
এদিকে গত বছরে কোম্পানিটি বিভিন্ন শাখার ভবন ভাড়া বাবদ এক কোটি ৯৩ লাখ টাকা পরিশোধ করেছে।

Print Date & Time : 10 August 2025 Sunday 8:06 am
অতিরিক্ত এক কোটি টাকা ব্যয় করেছে কর্ণফুলী ইন্স্যুরেন্স
দিনের খবর,পুঁজিবাজার ♦ প্রকাশ: