Print Date & Time : 13 September 2025 Saturday 3:18 pm

অতিরিক্ত ভাড়া আদায়: ৬৫ বাসকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

শেয়ার বিজ ডেস্ক: অতিরিক্ত ভাড়া আদায়ের অপরাধে একদিনে ৬৫ বাসকে ২ লাখ ৮৫ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।  

মঙ্গলবার (৩০ নভেম্বর) ঢাকা ও চট্টগ্রামের ১৩টি স্পটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) পৃথক ১০টি ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ জরিমানা আদায় করা হয়।

বিআরটিএর চেয়ারম্যান নুর মোহাম্মদ মজুমদার, বিআরটিএর পরিচালক (এনফোর্সমেন্ট) মো. সরওয়ার আলম ও উপপরিচালক (এনফোর্সমেন্ট) মো. হেমায়েত উদ্দিন ঢাকা মহানগরের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা পরিদর্শন করেন।

বিআরটিএর এনফোর্সমেন্ট শাখা সূত্রে জানা যায়, মঙ্গলবার ঢাকা ও চট্রগ্রামের ভ্রাম্যমাণ আদালত ২৩১টি ডিজেল চালিত ও ৩৫টি সিএনজি চালিত মোট ২৬৬ বাস-মিনিবাস পরিদর্শন ও পরীক্ষা করে। এ সময় বাড়তি ভাড়ার বিষয়টি যাচাই-বাছাই করে দেখা হয়। এতে ৬৪টি ডিজেল চালিত ও একটি সিএনজিচালিত বাসের বিরুদ্ধে বাড়তি ভাড়া নেওয়ার অপরাধের প্রমাণ পাওয়ায় তাদের জরিমানা করা হয়। এছাড়া একই অপরাধের পুনরাবৃত্তির কারণে দুটি বাসকে ডাম্পিং স্টেশনে পাঠানো হয়েছে। এছাড়া এক বাস চালকের সহকারীকে কারাদণ্ডও দিয়েছে ভ্রাম্যমান আদালত।