শেয়ার বিজ ডেস্ক: অতীতের মতো এবারও সরকার গঠনের পর আমেরিকার সমর্থন পাওয়ার আশা করছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। তিনি বলেছেন, ‘আমেরিকা খুবই বাস্তববাদী। ১৯৭১ সালে তারা আমাদের সঙ্গে ছিল না। কিন্তু বিজয় অর্জনের পর জাতিসংঘের সদস্য পদের জন্য আমেরিকা আমাদের সমর্থন দিয়েছে। অতীতের মতো সরকার গঠনের পর এবারও তারা বাংলাদেশকে সমর্থন দেবে, আমরা সেই আশাই করছি।’
শুক্রবার সিলেটে হজরত শাহজালালের (র.) মাজার মসজিদে জুমার নামাজ পড়ার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মন্ত্রী। তিনি বলেন, ‘আপনারা জেনে খুশি হবেন, অনেক দল, যারা আগে বলছে নির্বাচনে আসবে না, তারা এখন ফরম তুলছে। এটা খুশির খবর।’ সূত্র: বিডিনিউজ।
বিএনপির আন্দোলন ও নির্বাচনে আসা প্রসঙ্গে সরকারের এই মন্ত্রী বলেন, ‘আমরা বিএনপিকে বলব, এই জ্বালাও-পোড়াওয়ে গত কয়েক দিনে ৩৭৮টি গাড়ি জ্বালিয়েছে তারা। প্রায় সাড়ে তিনশর মতো স্থাপনা ধ্বংস করেছে। ধ্বংস করে, গাড়ি জ্বালিয়ে দেশের নেতৃত্ব দেয়া যায় না। এই অভ্যাস বাদ দিন। এবার এই অভ্যাস বাদ দিয়ে জাতির কাছে মাফ চেয়ে যে, ‘আমরা ভুল করেছি’ এবং তারপর আপনারা নির্বাচনে আসেন। আপনাদের মোস্ট ওয়েলকাম।’
বিএনপির প্রতি চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে আব্দুল মোমেন বলেন, ‘আমি বিএনপির নেতাদের চ্যালেঞ্জ দিলাম, আপনার সুষ্ঠু-সুন্দর নির্বাচনে যোগদান করে আপনাদের জনসমর্থন আছে কি না প্রমাণ করেন।’
পৃথিবীর কোনো দেশে নির্বাচনের আগে সরকার পদত্যাগ করে না বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘দুনিয়ার সব দেশে সরকারের অধীনে… এই আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনের আগে কখনও রিজাইন করে না। আমরা বদ্ধপরিকর, শেখ হাসিনা সরকার বদ্ধপরিকরÑএকটি সুন্দর নির্বাচন। এটা আমাদের দায়িত্ব।’
২০০১ সালে নির্বাচনে পরাজিত হয়ে সুষ্ঠুভাবে আওয়ামী লীগের ক্ষমতা হস্তান্তরের কথা স্মরণ করিয়ে দিয়ে মোমেন বলেন, ‘শেখ হাসিনা বাংলাদেশে আদর্শ সৃষ্টি করেছেন। তিনি সবসময় আদর্শ সৃষ্টি করেন, কারণ এই দেশটা তো আপনার শেখ হাসিনা, তার বাবা তৈরি করেছেন। তাই দেশের কোনো অমঙ্গল হোক শেখ হাসিনা বা আমার চাই না।’
বিদেশিরা ভালো উপদেশ দিলে তা গ্রহণ করা হবে বলে জানিয়ে পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেন, ‘তবে তারা যদি আমাদের ওপর খড়্গহস্ত হয়ে যায়, তাহলে আমরা জানি কীভাবে প্রতিহত করতে হয়।’ সুষ্ঠু নির্বাচনের জন্য যা যা করা দরকার, সরকার তা করেছে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা স্বচ্ছ ব্যালট বক্স তৈরি করেছি। একটি শক্তিশালী নির্বাচন কমিশন করেছি, যারা এই নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দরভাবে হয় তার দায়িত্বে আছেন।’
দেশে নির্বাচনের ‘জোয়ার বইছে’ বলেও দাবি করেন মোমেন। দেশবাসীর উদ্দেশে তিনি বলেন, ‘আমরা গত ১৫ বছর অনেক কাজ করেছি। এখন আমাদের পরীক্ষা। আশা করি, আপনারা আমাদের পাস করাবেন।’
বিদেশিরা খামাখা অনেক সময় ত্যক্ত করে বলে মন্তব্য করে তিনি বলেন, ‘ভয় পাবেন না, আমরা বিজয়ের জাতি। একাত্তর সালেও আমাদের সঙ্গে অনেকে ছিলেন না, কিন্তু আমরা প্রমাণ করেছি, যে আমরা বিজয়ের জাতি। তাদের সাহায্যের প্রয়োজন নেই।’
পররাষ্ট্র সচিবের সফর নিয়ে তিনি বলেন, ‘আমাদের রাষ্ট্রের সঙ্গে অনেক ধরনের সমস্যা থাকে, সে ছোটখাটো সমস্যাগুলো নিয়ে আলোচনা হবে। এটা গুরুত্বপূর্ণ সভা নয়। তাদের (ভারতকে) বলব, একটা সুন্দর সুষ্ঠু নির্বাচনের স্বার্থে যা যা দরকার সব করেছি। স্বচ্ছ ব্যালট বক্স তৈরি করেছি। বিএনপির মতো যেন বেহুদা ভুয়া ভোটার না হয়, সেজন্য নির্ভুল ভোটার তালিকা তৈরি করেছি। সবচেয়ে গুরুত্বপূর্ণ আমরা একটি শক্তিশালী নির্বাচন কমিশন করেছি। যারা এ নির্বাচন যাতে সুষ্ঠু ও সুন্দর হয়, তার দায়-দায়িত্বে আছেন।’
এ সময় পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে প্রাথমিক শিক্ষা প্রতিমন্ত্রী এবং সিলেট আওয়ামী লীগ ও অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।