Print Date & Time : 27 August 2025 Wednesday 3:18 am

অধিকতর তদন্তে আরও সময় চাইবে কমিটি

নিজস্ব প্রতিবেদক : দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের একটি প্রকল্পে টেন্ডার জালিয়াতির অভিযোগের অধিকতর তদন্ত করতে আরও সময় চায় গঠিত তদন্ত কমিটি। জালিয়াতির মাধ্যমে অস্তিত্বহীন এক কোম্পানির নামে ডোমেইন বানিয়ে টেন্ডার হাতিয়ে নেয়ার চেষ্টার অভিযোগ ওঠে ঠিকাদারি প্রতিষ্ঠান মেসার্স সরকার কবির আহমেদের বিরুদ্ধে। ভুয়া ওয়েবসাইট ব্যবহার করে টেন্ডার নেয়ার অভিযোগের পরেও প্রাথমিক অনুমতিও পায় প্রতিষ্ঠানটি।

এসব অভিযোগের ভিত্তিতে অধিদপ্তর ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে ৬ মে। সাত কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশনা দেয়া হলেও ১৯ মে প্রথমবারের মতো বৈঠক করে কমিটি। বৈঠকে আনীত অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের সিদ্ধান্ত হয়।

এ বিষয়ে তদন্ত কমিটির সভাপতি দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের পরিচালক (গবেষণা ও প্রশিক্ষণ) নাহিদ সুলতানা মল্লিক গতকাল সোমবার বলেন, আমরা তদন্ত কমিটির সদস্যরা মিটিং করেছি। অভিযোগের বিষয়ে ফরেন মিনিস্ট্রিতে কিছু বিষয় জানার আছে আমরা সেখানেও চিঠি দেয়া হবে। সেখানকার তবে এক মিটিংয়েই তো আর এতো বড় একটা বিষয়ের সমাধান হবেনা। আমরা আরও মিটিং করবো। তদন্তের কাজ পূর্বনির্ধারিত সাত দিনে শেষ হবেনা। সময় আরো বাড়াতে হবে হবে।

দরপত্রের সূত্র থেকে জানা যায়, অভিযুক্ত ঠিকাদার প্রতিষ্ঠানের নাম মেসার্স সরকার কবির আহমেদ। তারা যে কাজ পাওয়ার চেষ্টা করেছে তার টেন্ডার আইডি: ১০৬০৯১৭। এর মাধ্যমে প্রতিষ্ঠানটি তিনটি হেভি ক্রেন সরবরাহ করতে চেয়েছে।

অধিদপ্তরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, মেসার্স সরকার কবির আহমেদ নামের ওই প্রতিষ্ঠানটি দরপত্রে অংশগ্রহণের জন্য ‘Lihotra’ নামে একটি ব্র্যান্ডের ক্রেন সরবরাহের প্রস্তাব দেয়। ওই ব্র্যান্ডটির ওয়েবসাইটে (www.lihotra.com) কেবল একটি ক্রেনের ব্রোশিওর বিদ্যমান যেটি আবার দরপত্রের কারিগরি স্পেসিফিকেশনের সঙ্গে হুবহু মিলে যায়।

একে