ইস্টার্ন ব্যাংক পিএলসি (ইবিএল) তাদের জনপ্রিয় মোবাইল ব্যাংকিং অ্যাপ ‘স্কাইব্যাংকিং’ এর নতুন সংস্করণ উদ্বোধন করেছে। সর্বাধিক সুরক্ষিত ও সৃজনশীল নতুন স্কাইব্যাংকিং অ্যাপটিতে অসংখ্য ফিচার যুক্ত করা হয়েছে। এটি এখন অনেক বেশি রেসপন্সিভ এবং ব্যবহারবান্ধব। সম্প্রতি ইবিএল প্রধান কার্যালয়ে অ্যাপের নতুন সংস্করণটি উদ্বোধন করেন ইবিএল ব্যবস্থাপনা পরিচালক আলী রেজা ইফতেখার। ব্যাংকের এএমডি আহমেদ শাহীন, ডিএমডি প্রধান এম খোরশেদ আনোয়ার, ডিজিটাল আর্থিক সেবা প্রধান আহসান উল্লাহ চৌধুরী, ডিজিটাল ব্যাংকিং প্রধান আমীন মো. মেহদী হাসান, প্রযুক্তি উন্নয়ন ও ট্রান্সফর্মেশন বিভাগ প্রধান সঞ্জিত দত্ত এ সময় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি

Print Date & Time : 11 September 2025 Thursday 4:10 am
অধিক নিরাপদ ‘স্কাইব্যাংকিং’ অ্যাপের নতুন সংস্করণ নিয়ে এলো ইবিএল
পত্রিকা,শিল্প-বাণিজ্য ♦ প্রকাশ: