Print Date & Time : 20 July 2025 Sunday 5:30 pm

অধ্যক্ষের বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন

প্রতিনিধি, বরিশাল: ঝালকাঠির নলছিটি উপজেলার মোল্লার হাট জেডএ ভুট্টো ডিগ্রি কলেজে ঘুষ বাণিজ্যের মাধ্যমে চার ল্যাব সহকারী নিয়োগের অভিযোগের পরিপ্রেক্ষিতে অধ্যক্ষকে অপসারণ করার দাবিতে মানববন্ধন করেছেন এলাকাবাসী। গতকাল সকাল ১১টায় মোল্লাহাট চৌমাথা এলাকায় এ মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য দেন কলেজের সাবেক অধ্যক্ষ রুস্তম আলী হাওলাদার, মোল্লার হাট ইউনিয়ন শ্রমিক লীগের সভাপতি মারুফ রহমান, সাধারণ সম্পাদক নয়ন হাওলাদার, ব্যবসায়ী শাহাজাহান প্রমুখ।

বক্তারা বলেন, কলেজে অর্থের বিনিময়ে চার ল্যাব সহকারী নিয়োগ দেয়া হয়েছে। আমরা এই ল্যাব সহকারী নিয়োগ বাতিল এবং অধ্যক্ষকে অপসারণ করার দাবি জানাচ্ছি।

এ বিষয়ে কলেজের অধ্যক্ষ আইয়ুব আলী হাওলাদারের কাছে জানতে চাইলে তিনি বলেন, আমার বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। একটি অসাধু মহল আমার পেছনে লেগেছে। তিনি আরও বলেন, জাতীয় ও স্থানীয় পত্রিকায় বিজ্ঞপ্তি দিয়ে নিয়োগ দেয়া হয়েছে। এখানে কোনো ধরনের ঘুষ বাণিজ্য হয়নি।