Print Date & Time : 11 August 2025 Monday 4:23 pm

অনন্য মাইলফলকে মেসি

ক্রীড়া ডেস্ক: বক্সের বাইরে থেকে ফ্রি কিকে বহুবার গোল করেছেন। কিন্তু গত পরশু চ্যাম্পিয়নস লিগে অলিম্পিয়াকোসের বিপক্ষে গোলটা ছিল লিওনেল মেসির জন্য বিশেষ কিছু। ওই গোলের মধ্য দিয়ে উয়েফার কোনো প্রতিযোগিতায় শততম গোলের অনন্য মাইলফলকে পৌঁছান বার্সেলোনা এ ফরোয়ার্ড। ক্রিস্টিয়ানো রোনালদোকে (১১০) ছাড়িয়ে যেতে অবশ্য আরও কিছু সময় লাগবে তার। কিন্তু একটা দিক দিয়ে সিআর সেভেনকে ঠিকই ছাড়িয়েছেন তিনি। উয়েফা প্রতিযোগিতায় মেসির ১০০তম গোল এসেছে দ্রুততম সময়ে।

এখন পর্যন্ত ইউরোপীয় প্রতিযোগিতায় মেসি ও রোনালদো ১০০ বা তার বেশি গোল করেছেন। ১৪৩ ম্যাচে আগেই রোনালদো পেরিয়েছেন এ মাইলফলক। গত পরশু ১২২ ম্যাচেই শততম গোলের দেখা পেলেন মেসি। চলতি বছরে এরই মধ্যে নিজের নামের পাশে লিখিয়েছেন ৫০ গোলও। এর পর থেকেই এরনাস্তে ভালভের্দের উচ্ছ¡সিত প্রশংসাই পেয়েছেন মেসি, ‘আমি চাই সে এই মৌসুমে ২০০ গোল করুক। আমরা প্রতি অনুশীলনে যা দেখি, মেসি সংখ্যায় সেটিই প্রকাশ করে চলেছে।’

এদিকে বার্সেলোনার প্রেসিডেন্ট জোসেপ মারিয়া বার্তেমিউও প্রশংসায় ভাসিয়েছেন মেসিকে, ‘আমি তো তাকে ফুটবলের সব পুরস্কারই দিতে চাই। কেউই তার মানের নয়। সে একটি নতুন যুগের সৃষ্টি করেছে; আর এখনও সেই পর্যায়েই নৈপুণ্য দেখিয়ে যাচ্ছে।’

অলিম্পিয়াকোসের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগে ৩-১ গোলে জিতে পয়েন্ট টেবিলের শীর্ষেই রয়েছে বার্সেলোনা। গত পরশু ম্যাচের বেশিরভাগ সময় দশজনকে নিয়ে খেলতে হয় কাতালান ক্লাবটির। ৪২তম মিনিটে প্রতিপক্ষের জালে হাত দিয়ে বল ঠেলে দেওয়ার অপরাধে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জেরার্ড পিকে। তারপরও শেষ হাসিটা ঠিকই হেসেছে মেসি ও তার দল।