Print Date & Time : 3 August 2025 Sunday 8:20 am

অনলাইন রিটার্ন জমায় ১২ বার দেশসেরা কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক: আগস্টে আবারও অনলাইন রিটার্ন জমায় শীর্ষস্থান অর্জন করেছে কুমিল্লা ভ্যাট কমিশনারেট। এ নিয়ে ১২ বার শ্রেষ্ঠত্ব অর্জন করল কুমিল্লাÑগত বছরের অক্টোবরে প্রথম হ্যাট্রিক, ২০২১ এর জানুয়ারিতে ডাবল হ্যাট্রিক এবং এপ্রিলে ট্রিপল হ্যাট্রিক। অনলাইন ভ্যাট রিটার্ন দাখিলে সারাদেশে ১২টি ভ্যাট কমিশনারেটের মধ্যে প্রতিযোগিতায় করেছে কুমিল্লা ভ্যাট কমিশনারেট। এ মাসেও দ্বিতীয় স্থানে যশোর ভ্যাট কমিশনারেট।

কুমিল্লা ভ্যাটের কর্মকর্তারা জানিয়েছেন, নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যে কাজ করতে হয়। অনলাইনে ভ্যাট রিটার্ন জমাদানের সময় সার্ভারে ত্রুটি ও বিদ্যুৎ ভোগান্তি থাকে। এবার শেষ সময়ে সার্ভার সমস্যা করায় অনলাইন রিটার্ন দাখিল নিশ্চিত করতে কর্মকর্তাদের সমস্যায় পড়তে হয়েছে।

পর্যালোচনায় দেখা গেছে, এনবিআরের জুলাই মাসের অনলাইন রিটার্ন দাখিলের হার ছিল ২৫ দশমিক ১৮ শতাংশ, যা আগস্টে দাঁড়িয়েছে ৪৬ দশমিক ৩৮ শতাংশ। অন্য কমিশনারেটগুলোর মধ্যে চট্টগ্রাম, রাজশাহী, রংপুর, সিলেট, ঢাকা (উত্তর), ঢাকা (দক্ষিণ), ঢাকা (পূর্ব) ও ঢাকা (পশ্চিম)-এর রিটার্ন দাখিলের হার ক্রমান্বয়ে প্রায় দ্বিগুণ হয়েছে।

কুমিল্লা ভ্যাট সূত্রমতে, গত জুলাইয়ে ড্রাপসে ৬২টি রিটার্ন জমা থাকায় রিটার্ন দাখিলের হার ছিল ৯৫ দশমিক ৩৩ শতাংশ। জুলাইয়ে ড্রাপসের বিষয়টি গুরুত্ব দিয়ে কাজ করায় আগস্ট মাসের রিটার্ন দাখিলের হার দাঁড়ায় ৯৫ দশমিক ৮৩ শতাংশ। সাফল্যের মূল কারিগর হলেন কুমিল্লা ভ্যাটের কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী।

সহকারী কমিশনার (সদর দপ্তর, কুমিল্লা) মোহাম্মদ ছালাউদ্দিন রিপন বলেন, কর্মকর্তা-কর্মচারীর ভালো টিমওয়ার্কের মাধ্যমে এ অর্জন। মাঠপর্যায়ে যেসব কর্মকর্তা এতে ভূমিকা রেখেছেন, তাদের পুরস্কৃত করা হয়েছে।

কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী বলেন, সরকারের অগ্রাধিকার অটোমেশন। ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রত্যয়ে এনবিআরে অগ্রণী ভূমিকার সফল ধারা অব্যাহত রয়েছে। কুমিল্লা টিম কর্তব্য পালনে পিছিয়ে থাকেনি। সক্ষম কর্মকর্তাদের বাছাই করে জটিলতর কাজে নিয়োগ ও মনিটরিং উদ্বুদ্ধকরণ এক্ষেত্রে গতি বৃদ্ধিতে সহায়ক হয়েছে। সর্বোপরি কর্মস্থলে দেশাত্মবোধ ও সেবার মনোভাব থাকা জরুরি। দক্ষ ও সক্ষম কর্মকর্তাদের ভবিষ্যতেও পুরস্কৃত করা হবে।