Print Date & Time : 3 August 2025 Sunday 9:29 am

অনাস্থা ভোটে উতরে গেল ম্যাখোঁর সরকার

শেয়ার বিজ ডেস্ক: ফ্রান্সের পার্লামেন্টে বিরোধী দলগুলোর ডাকে অনুষ্ঠিত অনাস্থা ভোটে কোনো রকমে উতরে গেল প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখোঁর সরকার। এর আগে ২০১৮ সালে প্রেসিডেন্টের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব আনা হয়। খবর: সিএনবিসি।

জনমনে অসন্তোষ সৃষ্টিকারী পেনশন সংস্কার আইনকে কেন্দ্র করে এ অনাস্থা প্রস্তাব এনেছিল বিরোধীরা। ভোটে তা ব্যর্থ হয়। প্রস্তাবটি পাশ হলে তা ম্যাখোঁর সরকারকে ডুবিয়ে দিত। পেনশন আইনটি বাতিল হতো।

গত সোমবার ত্রিপক্ষীয় এ অনাস্থা ভোট অনুষ্ঠিত হয়। তবে প্রস্তাবের পক্ষে ধারণার চেয়ে বেশি ভোট পড়েছে। পার্লামেন্টের ২৭৮ সদস্য প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছেন। প্রস্তাবটি পাশ হতে প্রয়োজনীয় ২৮৭ ভোট থেকে, যা মাত্র ৯টি কম।

অনাস্থা ভোটে ম্যাখোঁর সরকার বেঁচে যাওয়ার কয়েক ঘণ্টার মধ্যে ফ্রান্সজুড়ে বিক্ষিপ্ত প্রতিবাদ শুরু হয়ে যায়। পুলিশ এসব প্রতিবাদ থেকে কয়েক ডজন লোককে গ্রেপ্তার করে।

অনাস্থা প্রস্তাবে ব্যর্থ হওয়ার পর প্রতিবাদকারীরা ফ্রান্সের বিভিন্ন শহরের রাস্তায় নেমে আসে। পার্লামেন্টের বিরোধীদলীয় আইনপ্রণেতারা তাদের পরিকল্পনা পরিবর্তন করবেন বলে জানিয়েছেন। এদিকে ট্রেড ইউনিয়নগুলো আগামীকাল বৃহস্পতিবার দেশজুড়ে প্রতিবাদে নামার প্রস্তুতি শুরু করেছে।

ফ্রান্সে নতুন পেনশন আইনে অবসরের বয়সসীমা দুই বছর বাড়িয়ে ৬৪ করা হয়েছে। সংবিধানের ৪৯ দশমিক ৩ অনুচ্ছেদ বলবৎ করে পার্লামেন্টে ভোটাভুটি এড়িয়ে পেনশন বিল পাস করিয়ে নেন ম্যাখোঁ।

বিরোধীরা বলছেন, প্রেসিডেন্টের এ সিদ্ধান্ত এরই মধ্যে তার সংস্কারবাদী এজেন্ডা ক্ষতিগ্রস্ত করে তার নেতৃত্বকে দুর্বল করে ফেলেছে। ম্যাখোঁর ওই সিদ্ধান্তের কারণে বিরোধীরা তার সরকারের বিরুদ্ধে পার্লামেন্টে অনাস্থা প্রস্তাব এনেছিলেন। তারা বলেন, সংসদকে পাশ কাটিয়ে পেনশনের বয়সসীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন ফ্রান্সের প্রেসিডেন্ট।

মধ্যপন্থী দল লিখঁ প্রথম অনাস্থা ভোট আয়োজনের প্রস্তাব দেয়। এতে সমর্থন জানায় উগ্র ডানপন্থি নুপেস জোট।

এর কয়েক ঘণ্টা পর অপর উগ্র ডানপন্থি দল ন্যাশনাল র‌্যালি পার্টি আরেকটি অনাস্থা ভোটের প্রস্তাব দেয়। সংসদে এ দলটির ৮৮টি আসন রয়েছে।

আজ বুধবার বিকালে প্রেসিডেন্ট ম্যাখোঁর জাতির উদ্দেশে ভাষণ দেয়ার কথা রয়েছে।