অনির্দিষ্টকালের ছুটিতে যাচ্ছেন উবারের সিইও

 

শেয়ার বিজ ডেস্ক : অনির্দিষ্টকালের জন্য ছুটিতে যাচ্ছেন ট্যাক্সি সেবাদাতা মোবাইল অ্যাপ যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক প্রতিষ্ঠান উবারের সিইও ট্রাভিস কালানিক। তার নেতৃত্বে দাঁড় করানো দলটি তিনি না থাকাকালে প্রতিষ্ঠান পরিচালনা করবেন। খবর বিবিসি।

মঙ্গলবার কর্মীদের এ সিদ্ধান্তের কথা জানান কালানিক। নৌদুর্ঘটনায় মায়ের মৃত্যুতে শোকাহত কালানিক নিজের শোক কাটানোর জন্য এ বিরতিতে যাচ্ছেন বলে জানিয়েছেন।

তাছাড়া কোম্পানির অবস্থা নিয়েও ভাবছেন তিনি। তিনি বলেন, নিজেকে আরও ভালো পথপ্রদর্শক হিসেবে দাঁড় করানোর জন্য এ বিরতি তার প্রয়োজন।

এর আগে উবারের সাবেক প্রকৌশলী সুসান ফাওলার যৌন হয়রানির অভিযোগ নিয়ে মামলা চলার ফলে উবারের সংস্কৃতিকে বিষাক্ত বলে মন্তব্য করেন মার্কিন অ্যাটর্নি এরিক হোল্ডার। এর পরপরই বিরতির সিদ্ধান্ত নিলেন উবারের সিইও।