Print Date & Time : 21 July 2025 Monday 2:14 pm

অনিশ্চয়তা বাড়ছে ইতালির অর্থনীতিতে

শেয়ার বিজ ডেস্ক: যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধ এবং বিশ্ববাজারে অনিশ্চয়তা বৃদ্ধির কারণে ক্ষতির মুখে পড়েছে ইতালির অর্থনীতি। ইতোমধ্যে দেশটির প্রবৃদ্ধিতেও এর প্রভাব পড়েছে। এর স্থায়ী প্রভাব কী হতে পারে সে বিষয়েও
অনিশ্চয়তা তৈরি হয়েছে বলে সংশ্লিষ্টরা মনে করছেন। চলতি বছরজুড়ে এ অবস্থা অব্যাহত থাকতে পারে বলে মত তাদের। খবর: সিনহুয়া।
প্রায় এক বছর ধরে চীনের হাজার হাজার কোটি ডলারের রফতানি পণ্যে ধারাবাহিকভাবে শুল্কারোপ করেছে যুক্তরাষ্ট্র। এর জবাবে যুক্তরাষ্ট্রের রফতানি পণ্যে প্রতিশোধমূলক শুল্কারোপ করেছে চীনও। দেশ দুটি এ ধরনের পদক্ষেপ নিতে গিয়ে অসংখ্য সমঝোতা ভঙ্গ করেছে। ফলে আগামীতে পরিস্থিতি কী হবে, সে বিষয়ে কারও কোনো স্পষ্ট ধারণা নেই।