Print Date & Time : 10 September 2025 Wednesday 8:35 am

অনুমতি ছাড়া হজ করলে প্রবাসীদের ফেরত পাঠাবে সৌদি

নিজস্ব প্রতিবেদক: সৌদি আরবে ঈদুল আজহা উদযাপিত হবে আগামী ১৬ জুন। সে অনুযায়ী চলছে হজের প্রস্তুতি। এরই মধ্য বিভিন্ন দেশ থেকে যেতে শুরু করেছেন হজযাত্রীরা। তবে হজ পালনের ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে দেশটির। বিশেষ করে সৌদিতে বসবাসকারীদের নিতে হয় অনুমোদন।

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, সৌদিতে বসবাসকারী কোনো প্রবাসী অনুমোদন ছাড়া হজ পালন করলে অভিযুক্তকে নিজ দেশে ফেরত পাঠানো হবে। এমনকি পুনরায় প্রবেশের ক্ষেত্রেও বাধা দেয়া হবে।

তাছাড়া যারা হজের নিয়ম ভঙ্গ করবে তাদের ১০ হাজার রিয়াল জরিমানা করা হবে। হোক সে সৌদির নাগরিক, বাসিন্দা কিংবা পর্যটক।

হজের নিয়ম পালনের ক্ষেত্রে গুরুত্ব দেয়া ও হজযাত্রীরা যাতে সুন্দর ও আরামদায়কভাবে তাদের কার্যক্রম পালন করতে পারে, সে জন্যই এসব পদক্ষেপ নেয়া হয়েছে বলে জানায় মন্ত্রণালয়টি।

নিয়ম অনুযায়ী, আগামী ১৪ জুন শুক্রবার থেকে শুরু হবে হজের আনুষ্ঠানিকতা। সৌদি আরবের অভ্যন্তরীণ ও সারাবিশ্ব থেকে দেশটিতে জড়ো হওয়া হজযাত্রীরা এদিন থেকে হজের যাবতীয় আনুষ্ঠানিকতা শুরু করবেন।