Print Date & Time : 5 July 2025 Saturday 9:54 pm

অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের লোগো বেকারি মালিককে জরিমানা

প্রতিনিধি, সৈয়দপুর (নীলফামারী): নীলফামারীর সৈয়দপুর উপজেলার একটি কারখানায় উৎপাদিত বেকারি পণ্যের প্যাকেটে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন (লোগো) ব্যবহার ও  বাজারজাত করার দায়ে এর স্বত্বাধিকারীকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল সোমবার শহরের শহীদ তুলশীরাম সড়কের আর এল প্রাইভেট লিমিটেড কোম্পানিতে (যমুনা বেকারি) অভিযান চালিয়ে প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়।

জানা গেছে, যমুনা বেকারির স্বত্বাধিকারী অমিত কুমার সিংহানিয়া তার প্রতিষ্ঠানে উৎপাদিত খাদ্য পণ্যের প্যাকেটে অনুমোদন ছাড়া বিএসটিআইয়ের মানচিহ্ন (লোগো) ব্যবহার ও বাজারজাত করে আসছিল। এ অভিযোগ পেয়ে সৈয়দপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. রমিজ আলমের নেতৃত্বে ওই বেকারিতে অভিযান পরিচালনা করা হয়। অভিযানকালে বিএসটিআইয়ের মানচিহ্ন (লোগো) ব্যবহারের সত্যতা পাওয়া যায়। এছাড়া সেখানে অপরিচ্ছন্ন ও নোংরা পরিবেশে খাদ্যপণ্য তৈরি করতে দেখা যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বেকারি মালিকের ২৫ হাজার টাকা জরিমানা ও সিলগালা করে দেয়া হয় প্রতিষ্ঠানটি।

অভিযানকালে বিএসটিআইয়ের রংপুর বিভাগীয় কার্যালয়ের ফিল্ড অফিসার মো. দেলোয়ার হোসেন, সৈয়দপুর থানা পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।