অনুমোদিত মূলধন বাড়াবে ভিএফএস থ্রেড

নিজস্ব প্রতিবেদক: বস্ত্র খাতের কোম্পানি ভিএফএস থ্রেড ডায়িং লিমিটেডের পরিচালনা পর্ষদ কোম্পানিটির অনুমোদিত মূলধন ১০০ কোটি টাকা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর ফলে কোম্পানিটির অনুমোদিত মূলধন দাঁড়াবে ২০০ কোটি টাকা। এছাড়া ৩০ জুন ২০১৯ সমাপ্ত হিসাববছরের জন্য ছয় শতাংশ নগদ ও ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানির পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

পুনরায় বিনিয়োগের লক্ষ্যে সঞ্চিত আয় মূলধন হিসেবে ব্যবহারের জন্য বোনাস লভ্যাংশ দেওয়ার ঘোষণা দিয়েছে কোম্পানিটির পরিচালনা পর্ষদ। আর এ বোনাস শেয়ার পুঞ্জীভূত মুনাফা থেকে দেওয়া হবে। এছাড়া কোম্পানির ক্যাপিটাল রিজার্ভ কিংবা রিভ্যালুয়েশন রিজার্ভ অথবা আন-রিয়েলাইজড গেইন অথবা পরিশোধিত মূলধন কমিয়ে অথবা এমন কোনো উৎস থেকে এ বোনাস দেওয়া হবে নাÑযার কারণে ডিভিডেন্ড-পরবর্তী রিটেইনড আর্নিংস নেগেটিভ অথবা ডেবিট ব্যালেন্স হয়।

আলোচিত সময়ে শেয়ারপ্রতি আয় (ইপিএস) হয়েছে দুই টাকা ১৫ পয়সা এবং শেয়ারপ্রতি সম্পদমূল্য (এনএভি) দাঁড়িয়েছে ১৮ টাকা ৬৮ পয়সা।