অনুশীলনে প্রাণচঞ্চল বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক: ভারত ম্যাচের আগে একটা বিরতি দরকার ছিল বাংলাদেশ ক্রিকেট দলের। গত পরশু পর্যন্ত তারা সেটা পেয়েছে। সে সুযোগে যে যার মতো করেই ঘুরে বেড়িয়েছে। তবে গতকাল ঠিকই আবার সবাই মিলিত হয়েছে এক ছাতার তলে। মানে ফিরেছে অনুশীলনে। যেখানে মাশরাফি বিন মুর্তজা-সাকিব আল হাসানদের দেখা গেছে প্রাণচঞ্চল। আসলে আগামীকাল শক্তিশালী ভারতের বিপক্ষে বার্মিংহামে নামার আগে এমন একটি পরিবেশই দরকার ছিল টাইগারদের।
ছুটির কারণে গত পাঁচ দিন ব্যাট-বলের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না বাংলাদেশ দলের। আসলে ওই সময় টাইগাররা চাইলেও সেটা সম্ভব ছিল না। কেননা, বার্মিংহামে অন্য দলের খেলা ছিল বলে মাঠ-নেট ছিল তাদের দখলে। গতকাল ভারত-ইংল্যান্ড ম্যাচ চলায় সেখানে অনুশীলন করতে পারেননি মাশরাফিরা। অনেকটা বাধ্য হয়েই তাই পাশের একটি মাঠে ব্যাট-বল নিয়ে নেমে পড়েন তারা। অনেকটা সময় যে যার মতো করে নিজেদের ঝালিয়ে নিয়েছেন। আজ বার্মিংহামের মূল মাঠে অনুশীলন করবেন মাশরাফিরা। সেখানে নেটেও নিজেদের ঝালিয়ে নেবেন। দেখে নেবেন উইকেটও। তারপরই ভারতবধে কৌশল আঁটবে টিম বাংলাদেশ।
ছুটি কাটিয়ে অনুশীলনে ফিরে দারুণ খুশি মোসাদ্দেক হোসেন সৈকত। তিনি বলছেন, ভারত ম্যাচের আগে এ ছুটিটা খুব দরকার ছিল, ‘যেভাবে আমরা ম্যাচ খেলছিলাম, এত বড় টুর্নামেন্টে একটা বিরতিও দরকার ছিল। সবাই ছুটিটা ভালোভাবে কাটিয়ে হোটেলে ফিরেছে। কাল (রোববার) থেকে আবার আমরা অনুশীলন শুরু করব।’
যে কোনো টুর্নামেন্টের মতোই বিশ্বকাপে শক্তিশালী ভারত। ব্যাপারটি মাথায় আছে বাংলাদেশের। তবে মোসাদ্দেক আশাবাদী আগের ম্যাচগুলোর মতো খেলতে পারলে কোহলিদের হারানো সম্ভব, ‘আমরা টুর্নামেন্টের এমন একটা জায়গায় আছি, আমি মনে করি না ভারত বা কোনো দলকে নিয়ে ভাবার সময় আছে। আমরা যেভাবে খেলছি, সেভাবে খেলতে পারলে আশা করি ভালো কিছু হবে।’
বার্মিংহামের এজবাস্টনের উইকেট বিশ্বকাপের অন্য উইকেটগুলোর তুলনায় বেশি ব্যাটিংসহায়ক হবে বলে ধারণা মোসাদ্দেকের। গত ম্যাচগুলোর মতো তাই এখানে ব্যাট হাতে ঝড় তুলতে চান তিনি, ‘এখানে আসার আগে তৈরি হচ্ছিলাম, যেন সুযোগ পেলে ভালো কিছু করতে পারি। আমি যা পারিÑসেটাই করছি, এর বেশি কিছু নয়। সামনেও একই চেষ্টা করব।’
চলতি বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের স্বপ্ন ঝুলে আছে চিকন সুতোয়। শীর্ষ চারে থাকতে হলে বাকি দুই ম্যাচে জয়ের বিকল্প নেই টাইগারদের। যার প্রথমটি আগামীকাল এজবাস্টনে ভারতের বিপক্ষে। তবে প্রতিপক্ষ নিয়ে ভাবছেন না সৌম্য সরকার। ভারত এগিয়ে আছেÑএমন ভাবনাও কেউ মাথায় আনছেন না। জয়ের জন্যই তারা মাঠে নামতে চান, ‘ওরা এগিয়ে আছেÑআমরা যদি ওই চিন্তা করে নামি, তাহলে আগেই পিছিয়ে যাব। নামতে হবে এভাবে, যেন আমরা জেতার জন্য খেলব। আমরা এখনও রেসে আছি। আমরা একটি বড় টুর্নামেন্ট খেলব, এখানে যদি কাউকে আলাদাভাবে দেখি, তাহলে শুরুতে পিছিয়ে যাব। ওটা না চিন্তা করে আমরা যেভাবে ক্রিকেট খেলেছি, ওভাবেই যদি আমরা খেলতে পারি, তাহলে ওদের সঙ্গে জেতা সম্ভব এবং আমরা জিতব।’
নিজেদের কাজটি ঠিকমতো করার দিকেই দলের সবার পূর্ণ মনোযোগ বলে জানালেন সৌম্য, ‘কে কার সঙ্গে খেলবে সেটা নিয়ে চিন্তা করে লাভ নেই। ওটা তো আমরা পরিবর্তন করতে পারব না। আমরা আমাদের কাজটি করতে চাই। সেদিকেই মনোযোগ আমাদের। সামনের ম্যাচ দুটি জিতে আমাদের কাজটি করে রাখতে চাই।’
আজকের খেলা

শ্রীলঙ্কা-ওয়েস্ট ইন্ডিজ
বেলা ৩:৩০
ভেন্যু: ওভাল, লন্ডন