শেয়ার বিজ ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ ভূখণ্ড গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসন নিয়ে গতকাল মঙ্গলবার শীর্ষ সম্মেলন করে উদীয়মান আঞ্চলিক অর্থনৈতিক জোট ব্রিকস। ভিডিও কনফারেন্সের মাধ্যমে অনুষ্ঠিত হয় সম্মেলনটি। খবর: ব্ল–মবার্গ।
ব্রিকস জোটের দেশগুলো হচ্ছে ব্রাজিল, রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকা। ক্রেমলিন জানিয়েছে, রাশিয়ার প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন ফিলিস্তিন-ইসরাইল সংঘাত নিয়ে আলোচনা করেছেন।
ভার্চুয়াল এই সম্মেলনে ব্রিকস জোটের নেতাদের সঙ্গে যোগ দেন সৌদি আরব, ইরান, মিসর ও ইথিওপিয়ার নেতারা। একই সঙ্গে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও এই আলোচনায় অংশ নেন। এতে সভাপতিত্ব করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। সম্মেলনের শুরুতেই উদ্বোধনী ভাষণ দেন তিনি।
এর আগে গত সোমবার এক বিবৃতিতে রামাফোসা জানান, এই আলোচনায় সৌদি আরব, ইরান, মিসর, ইথিওপিয়া, আর্জেন্টিনা এবং সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপ্রধানরা যোগ দেবেন। চলতি বছরের শুরুর দিকে এই ছয়টি দেশকে জোটে যোগ দেয়ার আমন্ত্রণ জানানো হয়।
বিবৃতিতে আরও বলা হয়, ভার্চুয়াল এ বৈঠকে জাতিসংঘের মহাসচিব অ্যান্তোনিও গুতেরেসও অংশ নেবেন।
প্রসঙ্গত গত মাসে ফিলিস্তিনের স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস ইসরাইলের বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করেছে বলে ঘোষণা করে। এর প্রতিরোধে পাল্টা হামলা শুরু করে ইসরাইল। গাজায় ইসরায়েলের চলমান আগ্রাসনে এখন পর্যন্ত ১৩ হাজার ৩০০ ফিলিস্তিনি নিহত হয়েছেন। যাদের মধ্যে কমপক্ষে ৫ হাজার ৫টি শিশু এবং ৩ হাজার ৫০০ জন নারী। ১৯৫৩ সালের পর এই প্রথম এত বড় মাত্রার যুদ্ধ শুরু হয়েছে মধ্যপ্রাচ্যের আল আকসা অঞ্চলে।