শেয়ার বিজ ডেস্ক: করোনাভাইরাসের বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ‘করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। অহেতুক মাস্ক পরার দরকার নেই, কিন্তু সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে। অনেকেই পাগল হয়ে মাস্ক কিনছে, এটা করার দরকার নেই। শুধু যাদের সর্দি-কাশি আছে তাদের সাবধানে থাকতে হবে।’
গতকাল প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির বৈঠকের শুরুতে সূচনা বক্তব্যে তিনি এসব কথা বলেন।
করোনাভাইরাসের কারণে মুজিবর্ষের অনুষ্ঠানে কিছুটা পরিবর্তন আনা হয়েছে বলে জানিয়ে শেখ হাসিনা বলেন, ‘আমরা চাই, কোথাও বড় ধরনের লোকসমাগম যাতে না হয়। জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে। আমাদের কাছে জনগণের কল্যাণ সবচেয়ে বড়। আমরা উদ্যাপন করব, কিন্তু উদ্যাপনটা একটু ভিন্নভাবে হবে। লোকসমাগম যাতে কম হয়, সেদিকে দৃষ্টি রেখে উদ্যাপন করব।’
তিনি বলেন, ‘আমরা চাই কোনোভাবে জনগণ যেন ঝুঁকির মধ্যে না পড়ে। যেহেতু বিশ্বব্যাপী এটা ছড়িয়েছে, সেখানে দেশের মানুষের নিরাপত্তা দেওয়াটা আমাদের দায়িত্ব-কর্তব্যের মধ্যে পড়ে।
‘করোনাভাইরাসের কারণে আতঙ্কিত হওয়ার কিছু নেই। এই রোগ প্রতিরোধ ও প্রতিকারে আমরা ব্যবস্থা নিচ্ছি। আমরা ঢাকার তিনটি হাসপাতাল ও জেলা-উপজেলার হাসপাতালগুলো প্রস্তুত রেখেছি।’
শেখ হাসিনা বলেন, ‘বঙ্গবন্ধুর জš§শতবার্ষিকী আমরা বিশাল আকারে করার উদ্যোগ নিয়েছিলাম, যেখানে লাখ লাখ মানুষ জমায়েত হবে। কিন্তু আমরা জমায়েতগুলো বন্ধ করে দিয়েছি।’ তিনি বলেন, ‘এমনকি ২৬ মার্চ শিশুদের যে অনুষ্ঠান আমরা করি, সেটাও স্থগিত করে দিয়েছি, যাতে কোনোভাবে এটা মানুষের ক্ষতি করতে না পারে। তবে আমরা অন্যান্য কর্মসূচি অব্যাহত রাখব। পুষ্পমাল্য অর্পণ ও টুঙ্গিপাড়ায় শিশুদের অনুষ্ঠান সীমিত পরিসরে করব।’
এদিকে রোগতত্ত্ব, রোগনিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর) বলছে, যেকোনো সাবান দিয়ে ২০ সেকেন্ড ভালো করে হাত ধৌত করলে করোনাভাইরাস মরে যায়। সাবান দিয়ে শুধু হাত ঘষতে থাকলে হবে না, যেসব জায়গায় জীবাণু জš§াতে পারে সেসব জায়গায় পুঙ্খানুপুঙ্খভাবে হাত ধুয়ে ফেললে জীবাণুটি মরে যাবে। এর ব্যাখ্যায় বলা যায়, এ ভাইরাসে একটা কাভার বা ইনভেলপ থাকে, সাবান দিয়ে ধুয়ে ফেললে এ ইনভেলপটি যখন ধ্বংস হয়ে যায়, ভাইরাসটি কার্যকারিতা হারায়।’
গতকাল আইইডিসিআর সভাকক্ষে করোনাভাইরাসের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব কথা বলেন আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদি সেব্রিনা ফ্লোরা। তিনি বলেন, ‘করোনাভাইরাস ধ্বংস করতে আমরা মাস্ক বা স্যানিটাইজারের ওপর যে নির্ভরশীলতা তৈরি করছি, সেটার কোনো প্রয়োজন নেই। সবার জন্য মাস্ক ব্যবহার করার প্রয়োজন নেই। শুধু যেসব ব্যক্তি, যারা করোনাভাইরাসে আক্রান্ত, কিংবা তাদের সেবা প্রদানের জন্য যেসব চিকিৎসক রয়েছেন, শুধু তাদেরই মাস্ক পরিধান করা দরকার।’