অনেক বড় শিক্ষা পেয়েছি: মিথিলা

শোবিজ ডেস্ক: মডেল, অভিনেত্রী ও সংগীতশিল্পী রাফিয়াত রশিদ মিথিলার ব্যক্তিগত জীবন নিয়ে ভক্তদের কৌতূহলের অন্ত নেই। সোস্যাল মিডিয়ায় চর্চাও হয়। কিন্তু বরাবরই এ নিয়ে সাবধানী তিনি।

এবার ফেসবুকে পেজে স্ট্যাটাস দিয়ে চমকে দিলেন মিথিলা। ধন্যবাদ জানালেন সেসব মানুষকে যারা প্রতারণা করেছে, পেছন থেকে ছুরি মেরেছে বা অসময়ে ছেড়ে চলে গেছে। এখান থেকে বড় একটা শিক্ষা পেয়েছেন তিনি। তিনি লেখেন, ‘সেসব মানুষকে অনেক ধন্যবাদ, যারা বিভিন্নভাবে আমাকে আঘাত করেছে, আমার সঙ্গে প্রতারণা করেছে, পেছন থেকে ছুরিকাঘাত করেছে এবং অসময়ে ছেড়ে চলে গেছে। এখান থেকে জীবনের অনেক বড় একটা শিক্ষা পেয়েছি।’

মিথিলা আরও লেখেন, ‘এ পরিস্থিতির কারণে আরও শক্তিশালী হতে পেরেছি, নিজের প্রতি বিশ্বাস অর্জন করতে পেরেছি। যারা আমার সঙ্গে এসব করেছে, আল্লাহ যেন তাদের ব্যক্তিগত জীবনে শান্তিতে রাখে আমি সে প্রার্থনাই করি।’

সর্বশেষ কয়েক বছরে ব্যক্তিগত জীবনে বেশ ঝড়-ঝাপটা সামলাতে হয়েছে মিথিলাকে। তারই জেরে ২০১৭ সালের জুলাইয়ে গায়ক-অভিনেতা তাহসানের সঙ্গে বিবাহ বিচ্ছেদের বিষয়টি প্রকাশ্যে আসে। অবশ্য এ সব জটিলতার মাঝেও নিজেকে নানান ধরনের কাজে ব্যস্ত রেখেছিলেন মিথিলা। কিছুদিন আগে বাংলাদেশ-ভারতের যৌথ প্রযোজনায় নির্মিত একটি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রে অভিনয় করেছেন তিনি। এছাড়া যুক্ত রয়েছেন ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সঙ্গে।