Print Date & Time : 27 July 2025 Sunday 8:02 pm

অন্তর্বর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছে বার্জার পেইন্টস

নিজস্ব প্রতিবেদক: পুঁজিবাজারে তালিকাভুক্ত বিবিধ খাতের কোম্পানি বার্জার পেইন্টস লিমিটেড অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি-ডিসেম্বর, ২০১৬ মেয়াদে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছ ৮২ টাকা ১৭ পয়সা। আর এ সময়ে শেয়ারহোল্ডারদের জন্য অন্তর্বর্তীকালীন ১৭৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে কোম্পানিটি।  এ লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ১৪ ফেব্রুয়ারি, ২০১৭ ।

গতকাল মঙ্গলবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে লভ্যাংশের এ সিদ্ধান্ত নেওয়া হয়। ঢাকা স্টক এক্সচেঞ্জ সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রে জানা গেছে, সর্বশেষ ৩ মাসে (অক্টোবর-ডিসেম্বর, ২০১৬) কোম্পানিটির ইপিএস ১৯ টাকা ৬৬ পয়সা। এর আগের বছরের একই সময়ে ছিল ১৯ টাকা তিন পয়সা।

৩১ ডিসেম্বর, ২০১৬ শেষে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য (এনএভি) দাড়িয়েছে ২৪১ টাকা ৫৯ পয়সা। এর আগের বছরের একই সময়ে ছিল ১৮৬ টাকা ৪২ পয়সা।