প্রতিনিধি, মুন্সীগঞ্জ : মুন্সীগঞ্জের সিরাজদিখানে অবৈধভাবে হাড় ভাঙার অপচিকিৎসা করা এবং সরকারি অনুমোদন না থাকার অপরাধে দুটি হাড় ভাঙার চিকিৎসালয় নামের প্রতিষ্ঠানকে সিলগালা করেছে উপজেলা প্রশাসন। গতকাল সোমবার সিরাজদিখান উপজেলার দানিয়াপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়। সিলগালা করা প্রতিষ্ঠান দুটি হলোÑবিখ্যাত হাড়ভাঙা চিকিৎসালয় ও বিক্রমপুরের বিখ্যাত হাড়ভাঙা চিকিৎসালয়। অভিযান পরিচালনার করেন সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা শরিফুল আলম তানভীর।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আঞ্জুমান আরাসহ পুলিশ ও আনসারের একাধিক কর্মকর্তা।
সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শরিফুল আলম তানভীর বলেন, অবৈধভাবে হাড়ভাঙা চিকিৎসা দেয়ার অপরাধে একটি প্রতিষ্ঠানের মালামাল অপসারণ করা হয়েছে। এ সময় অন্য দুটি প্রতিষ্ঠানকে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তার পক্ষ থেকে সিলগালা করা হয়েছে।