শেয়ার বিজ ডেস্ক: অপরিশোধিত জ্বালানি তেলের দাম বাড়ানোর লক্ষ্যে পণ্যটির উৎপাদন ও সরবরাহ কমানোর সিদ্ধান্তকে আরও দীর্ঘস্থায়ী করার পক্ষে একমত হয়েছে তেল রফতানিকারক দেশগুলোর সংগঠন ওপেক ও ওপেক বহির্ভূত দেশগুলো। তেল উত্তোলন কমানোর নির্ধারিত সময় ৬ মাস বাড়িয়ে চলতি বছরের শেষ পর্যন্ত বর্ধিতকরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর রয়টার্স।
রোববার কুয়েতে অনুষ্ঠিত ওপেক ও ওপেক বহির্ভূত প্রধান তেল উৎপাদনকারী ১১ দেশের মন্ত্রী পর্যায়ের প্রতিনিধিদের এক বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। জ্বালানি তেলের দাম বাড়াতে দীর্ঘ প্রচেষ্টার পর গত বছরের শেষের দিকে একটি আন্তর্জাতিক চুক্তি করতে সমর্থ হয় ওপেক। ৩০ নভেম্বর ভিয়েনায় অনুষ্ঠিত বৈঠকে দাম বাড়ানোর লক্ষ্যে দৈনিক ১২ লাখ ব্যারেল হারে জ্বালানি তেলের উত্তোলন কমিয়ে আনতে সম্মত হয় ওপেকের সদস্য দেশগুলো। এর কয়েক দিন পরই রাশিয়াসহ ওপেকের বাইরে থাকা ১১ শীর্ষ উত্তোলক দেশও জ্বালানি তেল উত্তোলন কমিয়ে অর্ধেকে নিয়ে আসতে সম্মত হয়।
ওপেক বহির্ভূত দেশগুলোর মধ্যে রাশিয়া ছাড়াও আজারবাইজান, ওমান, মেক্সিকো, মালয়েশিয়া, সুদান, দক্ষিণ সুদান ও বাহরাইন শনিবার ভিয়েনার বৈঠকে অংশ নেয়।