Print Date & Time : 30 August 2025 Saturday 2:26 pm

অপরিশোধিত তেলের দাম বেড়েছে

শেয়ার বিজ ডেস্ক: বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম গতকাল সোমবার আবার বেড়েছে। চীন ও যুক্তরাষ্ট্রের ইতিবাচক অর্থনৈতিক পরিসংখ্যান এবং তেলের বড় উৎপাদকরা সরবরাহ কমাবে, এমন আশঙ্কার কারণে গতকাল সকালে এশিয়ার বাজারে তেলের দাম বৃদ্ধি পায়। খবর: রয়টার্স।

গতকাল সকালে অপরিশোধিত ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১৭ সেন্ট বা শূন্য দশমিক ২ শতাংশ বেড়ে দাঁড়ায় ৮৮ দশমিক ৭২ ডলারে। ডব্লিউটিআই ক্রুডের দাম বৃদ্ধি পেয়ে হয়েছে ২৫ সেন্ট বা শূন্য দশমিক ৩ শতাংশ। এ হিসাবে প্রতি ব্যারেলে এই তেলের দাম দাঁড়িয়েছে ৮৫ দশমিক ৮০ ডলারে।

টানা দুই সপ্তাহ দাম কমার পর গত সপ্তাহে এই দুই ধরনের তেলের দাম ছয় মাসের মধ্যে সর্বোচ্চ পর্যায়ে পৌঁছেছে। গত শুক্রবার ব্রেন্ট ক্রুডের দাম প্রতি ব্যারেল ৮৮ দশমিক ৯৯ ডলারে ওঠে। পরে তা কিছুটা কমার পর গতকাল আবার বাড়ল।

গত মাসে চীনের শিল্পোৎপাদন অপ্রত্যাশিতভাবে বেড়েছে। দেশটির উৎপাদনসূচক চাঙা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই অর্থনীতির ভবিষ্যৎ সম্পর্কে ইতিবাচক ধারণা সৃষ্টি হওয়ায় তেলের বাজারে তার প্রভাব পড়েছে। অর্থাৎ চীনের তেলের চাহিদা বাড়বে, এই ধারণা থেকে দাম বাড়ছে।

চীন এক মাস ধরে অর্থনীতি চাঙা করতে নানা ধরনের ব্যবস্থা নিচ্ছে। যেমন গত সপ্তাহে দেশটির বড় রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোর আমানতের সুদহার কমানোর সঙ্গে সঙ্গে গৃহঋণের শর্ত শিথিল করা হয়েছে। সে কারণেও তেলের দাম কিছুটা বেড়েছে। এছাড়া চীনের দুর্দশাগ্রস্ত আবাসন খাত নিয়েও বিনিয়োগকারীদের মধ্যে একধরনের আশা তৈরি হয়েছে যে চীন সরকার এই খাত চাঙা করতে আরও কিছু ব্যবস্থা নেবে। আবাসন খাত চীনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। কারণ দেশটির জিডিপির ৩০ শতাংশ আসে এই খাত থেকে।

একই দিন যুক্তরাষ্ট্রের কর্মসংস্থানের পরিসংখ্যান (কর্মপ্রতিবেদন) প্রকাশিত হয়েছে। সেখানে দেখা গেছে, গত মাসে সে দেশে অকৃষি খাতের কর্মসংস্থান আগের মাসের চেয়ে এক লাখ ৮৭ হাজার বেড়েছে। শ্রমবাজার কিছুটা স্থিতিশীল হওয়ায় অর্থাৎ কর্মসংস্থানের গতি কমে যাওয়ার কারণে দেশটির কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বা ফেডের নীতি সুদহার বৃদ্ধির সম্ভাবনা কমেছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

এদিকে তেলের সরবরাহ আরও কমবে বলে ধারণা করা হচ্ছে। রাশিয়ার উপপ্রধানমন্ত্রী আলেক্সান্ডার নোভাক বলেন, ওপেকের সদস্যদের সঙ্গে চলমান তেল সরবরাহ হ্রাসের মানদণ্ডের বিষয়ে তার দেশের ঐকমত্য হয়েছে। চলতি সপ্তাহে পরিকল্পিত এই হ্রাসের বিষয়ে বিস্তারিত জানা যাবে।