Print Date & Time : 9 September 2025 Tuesday 3:22 pm

অপহরণের পর মানসিক ভারসাম্যহীন কিশোরীকে ধর্ষণ

প্রতিনিধি, শেরপুর: শেরপুরে মানসিক ভারসাম্যহীন এক কিশোরী (১৩) কে ধর্ষণের অভিযোগে মোঃ শ্যামল মিয়া (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। সোমবার রাতে গাজীপুরের গাছা থানার দৌলতপুর নতুন বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।

গ্রেপ্তারকৃত শ্যামল শেরপুরের শ্রীবরর্দী উপজেলার কুড়িকাহনিয়া ইউনিয়নের আলেক মিয়ার ছেলে।

র‌্যাব সূত্রে যানা যায়, ধর্ষক মোঃ শ্যামল মিয়া (২৮) দীর্ঘদিন যাবৎ ওই কিশোরীকে স্কুলে যাওয়া আসার পথে বিভিন্নভাবে উত্যক্ত ও কুপ্রস্তাব দিয়ে আসছিল। এ ব্যাপারে আসামীকে ভিকটিমের অভিভাবক সতর্ক করলে সে উল্টা ক্ষিপ্ত হয়ে উঠে। পরে গত বছরের ২৮ সন্ধ্যায় শ্যামল ওই কিশোরীকে শ্রীবরদী থানার নয়াপাড়া এলাকা অপহরণ করে তার সহযোগীদের সহায়তায় জোরপূর্বক ধর্ষণ করে।

পরে গত ৩০ সেপ্টেম্বর শ্যামল ও তার সহযোগীদের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইন-২০০০ (সংশোধনী) ২০০৩ এর ৭/৯(১)/৩০ ধারায় মামলা দায়ের হয়।

জামালপুর র‌্যাব-১৪ সিপিসি-১ এর কোম্পানী কমান্ডার স্কোয়াড্রন লিডার আশিক উজ্জামান বলেন, গ্রেপ্তারকৃত শ্যামলকে থানায় হস্তান্তর করা হয়েছে।