শোবিজ ডেস্ক: ঈদুল ফিতরে মুক্তির মিছিলে থাকা অপু বিশ্বাস অভিনীত সিনেমা ‘রাজনীতি’। তবে ভক্তদের জন্য নতুন খবর হলো এবার ঈদে টেলিভিশনের পর্দায় প্রিয় নায়িকাকে উপস্থাপনা করতেও দেখতে পাবেন। দীর্ঘদিনের আড়াল ভেঙে বুলবুল বিশ্বাসের ‘রাজনীতি’ সিনেমার মাধ্যমে আবারও দর্শকের সামনে হাজির হচ্ছেন শাকিবপতœী অপু বিশ্বাস। শুধু তা-ই নয়, এবার তার ভক্তদের সামনে নায়িকা পরিচিতির বাইরে নতুন অবতারে হাজির হচ্ছেন তিনি। এবার তাকে দেখা যাবে উপস্থাপনায়। ঈদুল ফিতরে একটি ভিন্নধর্মী অনুষ্ঠানের উপস্থাপনা করবেন তিনি। শুধু তা-ই নয়, অনুষ্ঠানে নিজেই হবেন নিজের অতিথি।
অপু বিশ্বাস অভিনীত বিভিন্ন সিনেমার জনপ্রিয় কিছু গান নিয়ে
নির্মিত ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানের উপস্থাপনা করবেন অপু বিশ্বাস। ক্যামেরার সামনে তার সেই জনপ্রিয় গানগুলোর
দৃশ্যধারণের উল্লেখযোগ্য ঘটনা ও অভিজ্ঞতার কথা তুলে ধরবেন অপু বিশ্বাস নিজেই।
অপু বিশ্বাস বলেন, ‘অনুষ্ঠানটি করতে গিয়ে একেবারে ব্যতিক্রমী
একটি অভিজ্ঞতা হয়েছে। একইভাবে উপস্থাপনার মজার অভিজ্ঞতাও বেশ ভালোই পেলাম। আমার প্রত্যাশা, অনুষ্ঠানটি দর্শকের খুবই ভালো লাগবে।’
সম্প্রতি রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠানটির দৃশ্যধারণ সম্পন্ন হয়েছে। ‘আমার ছবি আমার গান’ অনুষ্ঠানটি প্রযোজনা করছেন সিফাত তš§য় ও সোহেল রানা সবুজ। সব কিছু ঠিকঠাক থাকলে একুশে টিভির আগামী ঈদ আয়োজনের অনুষ্ঠানমালায় এ অনুষ্ঠানটি প্রচার করা হবে।