সেলফি এক্সপার্ট অ্যান্ড লিডার অপো এনেছে ৬ দশমিক ২ ইঞ্চি নচ ডিসপ্লে ও ডুয়াল রিয়ার ক্যামেরার এ৩এস। নতুন এই মডেলটি অপোর সর্বশেষ মধ্যম মানের স্মার্টফোন। এতে রয়েছে ডুয়াল ক্যামেরা, সুপার ফুল স্ক্রিন নচ ডিসপ্লে, ৪২৩০ এমএএইচ ক্ষমতাস¤পন্ন শক্তিশালী ব্যাটারি প্রভৃতি।
২ জিবি র্যাম ও ১৬ জিবি ধারণক্ষমতাসম্পন্ন অপো এ৩এস-এ রয়েছে অ্যান্ড্রয়েড ৮.১ ওরিওভিত্তিক কালারওএস ৫.১। স্মার্টফোনটির রিয়ার ক্যামেরাতে আছে ১৩ মেগাপিক্সেল ও ২ মেগাপিক্সেল ডুয়াল ক্যামেরা সেট-আপ। সেলফির জন্য সামনে রয়েছে একটি ৮ মেগাপিক্সেল সেন্সর। এর দাম ১৪ হাজার ৯৯০ টাকা।
এ৩এস-এর ক্যামেরাতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিউটি ফিচার রয়েছে। এটি ২ জিবি র্যাম ও ১৬ জিবি ধারণক্ষমতাসহ কোয়ালকম স্ন্যাপড্রাগন ৪৫০ দ্বারা পরিচালিত, যা চাইলে বর্ধিত করা যায়। এই স্মার্টফোনটিতে চার্জিংয়ের জন্য মাইক্রো ইউএসবি পোর্ট ও ডেটা সিঙ্কসহ সব ধরনের সংযোগ অপশন রয়েছে।
অপো বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, স্মার্টফোন কেনার সময় গ্রাহক সবচেয়ে বেশি যে ফিচারগুলো যাচাই করে থাকেন, তা হলো ব্যাটারি ও ক্যামেরা। এ৩এস-এ রয়েছে সাশ্রয়ী দামে সেরা ব্যাটারি ও ক্যামেরা ফিচার। আশা করছি, এই স্মার্টফোন ব্যবহার করে আমাদের গ্রাহকরা সন্তুষ্ট হবেন।
নতুন ‘মিউজিক পার্টি’ ফাংশনটি তরুণদের কাছে বেশ আকর্ষণীয় হবে। এই ফাংশনের মাধ্যমে অপোর কালারওএস ৫ দশমিক ১ ভিত্তিক সব অ্যান্ড্রয়েড ফোনের সঙ্গে এ৩এস সংযোগ করা যাবে। হটস্পট ব্যবহার করে গান শোনা যাবে, ফলে স্পিকারের কোনো দরকার পড়বে না।