সেলফি ব্র্যান্ড অপো রাজধানীর বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে চালু করেছে একটি সার্ভিস সেন্টার। এই সেন্টারে অপো মোবাইল ডিভাইসগুলোর বিক্রয়োত্তর সেবা দেওয়া হবে। দেশের বাজারে ক্রমবর্ধমান অপো গ্রাহকদের সেরা মানের সেবা নিশ্চিত করতে এই সার্ভিস সেন্টারটি প্রতিষ্ঠা করা হয়েছে। প্রতিষ্ঠানটির সূত্রমতে, এর মাধ্যমে দেশের মোবাইল ডিভাইসের ক্ষেত্রে সবচেয়ে বড় সার্ভিস সেন্টারের জন্য এখন গর্ব করতে পারবে অপো।
গ্রাহকদের সর্বোচ্চ মানের পণ্য ও বিক্রয়োত্তর সেবা প্রদানের ক্ষেত্রে অপো সবসময়ই জনপ্রিয়। রাজধানীর প্রাণকেন্দ্রে সুপরিসর এই সার্ভিস সেন্টারটি চালুর মাধ্যমে অপো তার গ্রাহকদের সেরা মানের বিক্রয়োত্তর সেবার সেই প্রতিশ্রুতিই পূরণ করল।
সার্ভিস সেন্টারটি পান্থপথের বসুন্ধরা সিটির লেভেল ৫, ব্লক সি, দোকান নম্বর ৯৭-১০০ এ অবস্থিত। এটি অপোর আন্তর্জাতিক মান অনুসারে ডিজাইন করা। মঙ্গলবার ও সরকারি ছুটির দিন ছাড়া প্রতিদিন চালু থাকবে সেন্টারটি।
অপো বাংলাদেশে ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং ও মডেল ও অভিনেত্রী সুজানা জাফর এই কাস্টমার সার্ভিস সেন্টারটি উদ্বোধন করেন। এ সময় ড্যামন ইয়াং বলেন, আমরা শুধু মোবাইল ডিভাইসই বিক্রি করি না, গ্রাহকদের সঙ্গে সুসম্পর্কও স্থাপন করতে চাই। আগামীতে সারা দেশে সার্ভিস সেন্টার সম্প্রসারণ করার পরিকল্পনা নিয়েছি।