অপো এফ৩ এফসি বার্সেলোনা লিমিটেড এডিশন

বৈশ্বিক স্মার্টফোন ব্র্যান্ড অপো। ১০ বছর ধরে মোবাইল ফটোগ্রাফি প্রযুক্তিতে বিপ্লব আনার লক্ষ্যে ক্যামেরা ফোন তৈরির ওপর গুরুত্ব দিয়ে আসছে প্রতিষ্ঠানটি।

প্রতিষ্ঠানটিতে রয়েছে ১৬ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা-সংবলিত স্মার্টফোন। মোটর রোটেটিং ক্যামেরা, আল্ট্রা এইচডি ফিচার ও ৫এক্স ডুয়েল ক্যামেরা। জুম টেকনোলোজিতে প্রতিষ্ঠানটি শীর্ষস্থানীয়।

বর্তমান প্রজšে§র পছন্দের বিষয়টি বিবেচনা করে ২০১৫ সালে বাংলাদেশে সেলফি এক্সপার্ট এফ সিরিজের সেলফি ক্যামেরা নিয়ে আসে তারা। ইন্টারন্যাশনাল ডেটা করপোরেশনের (আইডিসি) তথ্য অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বে র‌্যাংকিংয়ে চতুর্থ স্থানটি ছিল অপোর। বর্তমানে বিশ্বের ১০০ মিলিয়ন গ্রাহককে অপো দিচ্ছে অসাধারণ স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা।

প্রতিষ্ঠানটির এমনই একটি উদ্যোগ এফ৩ এফসি বার্সেলোনা লিমিটেড এডিশন। বিশ্বের অন্যতম জনপ্রিয় ফুটবল ক্লাব এফসি বার্সেলোনা বা বার্সা। বাংলাদেশেও ভীষণ জনপ্রিয় এই ক্লাবটি। তাই দেশের ভক্তদের জন্য মোবাইল ফোন ব্র্যান্ড অপো নিয়ে আসছে এই এডিশনটি।

স্মার্টফোনটিতে রয়েছে অত্যাধুনিক প্রযুক্তি ও ফিচার। এর ডিজাইন মনোমুগ্ধকর। স্মার্টফোনটি শিগগিরই দেশে বাজারজাত করা হবে। বর্তমানে গোল্ড, রোজ গোল্ড ও ব্ল্যাক রংয়ের অপো এফ৩ পাওয়া যাচ্ছে।

এডিশনটিতে বিখ্যাত স্প্যানিশ ক্লাব বার্সেলোনা স্টাইলের ছোঁয়া রয়েছে। ফোনটি এফসি বার্সেলোনার ব্র্যান্ড কালার লাল ও

সোনালি রঙে সাজানো হয়েছে। গোল্ডপ্লেটেড ব্র্যান্ডকে সমন্বয় করে বার্সার লাল রংকে প্রধান রং হিসেবে বেছে নেওয়া হয়েছে। ডিভাইসটির পেছনে সোনালি ছাপে এফসি বার্সেলোনার লোগো বসানো হয়েছে। লোগোর নিচে ‘এফসি বার্সেলোনা অফিসিয়াল পার্টনার’ লেখা আছে।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, মোবাইল ফোনটি এফসি বার্সেলোনার ভক্ত ও তরুণদের পছন্দের তালিকায় থাকবে। তরুণদের কথা মাথায় রেখে বার্সার লাল রংটি বেছে নিয়েছে অপো। এটি শুধু আসল এফ৩ থেকে আলাদা কোনো প্যাকেজিং নয়, বরং ওয়ালপেপার থেকে শুরু করে এর সবকিছুই এক্সক্লুসিভ।

অপো কমিউনিকেশন ইকুইপমেন্ট বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর ড্যামন ইয়াং বলেন, ‘এই লিমিটেড এডিশন বাংলাদেশের বাজারে নিয়ে আসতে পেরে আমরা গর্বিত। আমরা বিশ্বাস করি, এটি গ্রাহকদের আনন্দকে আরও বাড়িয়ে দেবে।’

বিস্তারিত জানার জন্য ভিজিট করুন www.oppo.com/bd ওয়েবসাইটে। ফেসবুক পেজ www.facebook.com/oppobangladesh|

 

ফিচার

স্ক্রিন-৫.৫ ইঞ্চি

রেজুলেশন-এফএইচডি (১৯২০–১০৮০) পিক্সেলস

টাচ প্যানেল/টাইপ-২.৫ডি কর্নিং গরিলা গ্লাস ৫

রিয়ার ক্যামেরা-১৩ মেগাপিক্সেল, ডুয়েল পিডিএফ

ফ্রন্ট ক্যামেরা-১৬ মেগাপিক্সেল

রিয়ার ফ্ল্যাশ-এলইডি ফ্ল্যাশ

রিয়ার ক্যামেরা-১৩ এমপি

অপারেটিং সিস্টেম-অ্যান্ড্রয়েড ৬.০

প্রসেসর-এমটি৬৭৫০টি

র‌্যাম-৪ জিবি

স্টোরেজ-৬৪ জিবি (১২৮ জিবি পর্যন্ত অভ্যন্তরীণ সুবিধা)

ব্যাটারি-৩২০০ অ্যাম্পিয়ার

সিম কার্ড টাইপ-ডুয়েল, ন্যানো, ৪জি

জিপিএস-সাপোর্টেড