বিশ্বের অন্যতম শীর্ষ স্মার্টফোন ব্র্যান্ড অপো। গ্রাহককে অসাধারণ প্রযুক্তি, নির্ভুল নকশা ও এক্সপার্ট ক্যামেরা উপহার দিয়ে আসছে প্রতিষ্ঠানটি। পরিণত হয়েছে ফ্যাশন সচেতন ও স্টাইলিশ স্মার্টফোন ব্র্যান্ডে। ১০ বছর ধরে প্রতিষ্ঠানটি মোবাইল ফটোগ্রাফি প্রযুক্তিতে বিপ্লব আনার লক্ষ্যে ক্যামেরা ফোন তৈরিতে জোর দিয়ে আসছে। আইডিসি অনুযায়ী, ২০১৬ সালে বিশ্বে চার নম্বর স্মার্টফোনের র্যাংক অর্জন করেছে অপো। বর্তমানে বিশ্বের ১০০ মিলিয়ন তরুণকে অপো দিচ্ছে অসাধারণ স্মার্টফোন ফটোগ্রাফির অভিজ্ঞতা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি এফ৫ ছয় জিবির পর্দা উম্মোচন করেছে প্রতিষ্ঠানটি। গত ২ ডিসেম্বর থেকে ফোনটি বাংলাদেশের বাজারে পাওয়া যাচ্ছে।
অপো বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ড্যামন ইয়াং বলেন, সেলফিপ্রেমীদের সেরা অভিজ্ঞতা উপহার দিতে অপো এফ৫ ছয় জিবি এনেছে। আশা করি, ফোনটির উদ্ভাবনী সব ফিচার গ্রাহককে সর্বোচ্চ আনন্দ দেবে।
দৃষ্টিনন্দন লাল রঙের সঙ্গে ছয় জিবি র্যাম ও ৬৪ জিবি রমের স্মার্টফোনটিতে রয়েছে উন্নত প্রসেসর। এর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বিউটি টেকনোলোজি গ্লোবাল ডেটাবেইসের ওপর ভিত্তি করে মুখের আকার ও গঠন চিহ্নিত করে এবং চেহারার গঠন ও আকার অন্যটি থেকে সহজেই আলাদা করতে পারে। আরও আছে ছয় ইঞ্চি ফুল এইচডি ও ফুল-স্ক্রিন। ১৮.৯ আসপেক্ট রেশিও ডিসপ্লে ব্যবহারকারীকে ফোনের ডিসপ্লে সাইজ বাড়ানো ছাড়াই বেশকিছু ভিজুয়্যাল সুবিধা উপভোগ করার সুযোগ দিচ্ছে। মধ্যম মানের ফোনগুলোর মধ্যে এমন ডিসপ্লে ফোন এটিই প্রথম। দাম ৩২ হাজার ৯৯০ টাকা।