Print Date & Time : 2 August 2025 Saturday 1:42 pm

অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ

প্রতিনিধি, নরসিংদী : প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান বলেছেন, ‘দেশের উন্নয়নের ক্ষেত্রে যে রোডম্যাপ তৈরি করা হয়। সেই ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে স্থানীয় প্রশাসন। যার ফলে দেশ আজ উন্নয়নের মহাসড়কে। অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে যাচ্ছে বাংলাদেশ।’ 

গতকাল শনিবার নরসিংদী জেলা প্রশাসনের আয়োজনে জনপ্রশ্রাসনের আওতাধীন কর্মচারীদের জন্য বার্ষিক ৬০ ঘণ্টাব্যাপী প্রশিক্ষণ কর্মসূচির আওতায় দক্ষতা বৃদ্ধি, শুদ্ধাচার অনুশীলন ও সেবা সহজীকরণের ওপর গুরুত্বারোপ করে দীক্ষা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

নরসিংদীর ডিসি সৈয়দা ফারহানা কাউনাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ার্দার, প্রধান অতিথির সহধর্মিণী নাজমা রহমান প্রমুখ।