Print Date & Time : 1 August 2025 Friday 8:18 pm

অপ্রত্যাশিতভাবে কমেছে জাপানের শিল্পোৎপাদন

শেয়ার বিজ ডেস্ক: চলতি বছরের আগস্টে জাপানের শিল্প উৎপাদন আগের বছরের একই সময়ের তুলনায় অপ্রত্যাশিতভাবে কমেছে। অন্যতম বৃহত্তম অর্থনীতির এ দেশটিতে উৎপাদনকারীরা ব্যাপক চাপ মোকাবিলা করছেন। যুক্তরাষ্ট্র ও চীনের মধ্যে চলমান বাণিজ্যযুদ্ধের কারণে বিশ্ব বাণিজ্যে যে এর প্রভাব পড়েছে, এ উপাত্ত তার প্রমাণ। খবর: রয়টার্স।
সরকারি উপাত্তে দেখা গেছে, আগস্টে আগের বছরের একই সময়ের তুলনায় শিল্পোৎপাদন কমেছে এক দশমিক দুই শতাংশ। পূর্বাভাসে বলা হয়েছে উৎপাদন কমতে পারে দশমিক পাঁচ শতাংশ। অর্থাৎ অপ্রত্যাশিতভাবে কমল শিল্পোৎপাদন। লোহা ও ইস্পাত পণ্য, কারখানার উৎপাদন সরঞ্জাম ও গাড়ি উৎপাদন হ্রাস সার্বিক উৎপাদন হ্রাসে বড় ভূমিকা রেখেছে। যদিও খুচরা বিক্রি প্রত্যাশার চেয়ে বেশি গতিতে বেড়েছে।
চলতি বছরের জুলাইয়ে টানা আট মাসের মতো জাপানের রফতানি কমেছে। এছাড়া গত ছয় বছরের মধ্যে এবারই প্রথম উৎপাদনকারীদের আস্থা নেতিবাচক হয়েছে। চীনে দেশটির রফতানি হ্রাস এক্ষেত্রে বড় ভূমিকা রেখেছে। বিশ্লেষকরা বলছেন, চীন ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাণিজ্যযুদ্ধ বিশ্ব অর্থনীতিকে যে মন্দার দিকে ঠেলে দিচ্ছে, এটা তার নিদর্শন।
প্রতিবেদনমতে, জুলাইয়ে আগের বছরের একই সময়ের তুলনায় জাপানের রফতানি কমেছে এক দশমিক ছয় শতাংশ। চীনে গাড়ির যন্ত্রাংশ ও সেমিকন্ডাক্টরের চালান কমে যাওয়ায় মূলত রফতানি কমেছে। এদিকে রয়টার্সের জরিপে দেখা গেছে, ২০১৩ সালের আগস্টের পর প্রথমবারের মতো উৎপাদনকারীদের আস্থা নেতিবাচক দিকে যাচ্ছে।
জাপানের অন্যতম বড় বাণিজ্য অংশীদার চীন। জুলাইয়ে দেশটিতে জাপানের রফতানি আগের বছরের একই সময়ের তুলনায় কমেছে ৯ দশমিক তিন শতাংশ। এ সময় দেশটিতে সেমিকন্ডাক্টর রফতানি কমেছে ৩১ দশমিক পাঁচ শতাংশ, গাড়ির যন্ত্রাংশ রফতানি কমেছে ৩৫ শতাংশ এবং ইলেকট্রনিকস যন্ত্রাংশের রফতানি কমেছে ১৯ শতাংশ। বিশ্লেষকরা বলছেন, যুক্তরাষ্ট্র কর্তৃক হুয়াওয়ের টেলিকম সরঞ্জাম ক্রয় বন্ধ থাকায় চীনে জাপানি সেমিকন্ডাক্টর বিক্রি কমেছে।
মূলত যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্যযুদ্ধে অন্যান্য দেশের মতো রফতানিনির্ভর জাপানের ব্যবসা-বাণিজ্যেও নেতিবাচক প্রভাব পড়েছে। এছাড়া দক্ষিণ কোরিয়ার সঙ্গে সম্প্রতি বাণিজ্য বিবাদে জড়িয়েছে দেশটি। এসব কারণেই রফতানি নি¤œমুখী রয়েছে।
আর্থিক খাতসংশ্লিষ্টদের আশঙ্কা বিশ্ব অর্থনীতিতে ভয়াবহ মন্দা ধেয়ে আসছে। বেশ কিছুদিন ধরে এই শঙ্কা বিশ্ব বাণিজ্যে অন্যতম আলোচ্য বিষয়।