Print Date & Time : 11 August 2025 Monday 11:17 pm

অবকাশ বেঞ্চ বাতিল, সোমবার থেকে চলবে ভার্চুয়াল কোর্ট

নিজস্ব প্রতিবেদক: চলমান বিধিনিষেধ শিথিলের মধ্যে এবার ১৯ জুলাই সোমবার হাইকোর্টে ভার্চুয়ালি বিচারকাজ পরিচালানা করতে ৩৬টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন। প্রধান বিচারপতির এ আদেশ গতকাল সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়।

এর আগে চলমান বিধিনিষেধ শিথিলের প্রথম দিন বৃহস্পতিবারও প্রধান বিচারপতির আদেশে ৩৬টি বেঞ্চ ভার্চুয়ালি বিচারকাজ পরিচালনা করেন। এছাড়া ১৮ থেকে ৩১ জুলাই পর্যন্ত সুপ্রিম কোর্টের অবকাশে হাইকোর্টে বিচারকাজ পরিচালনার জন্য ৪টি ভার্চুয়াল বেঞ্চ গত ১২ জুলাই গঠন করেছিলেন প্রধান বিচারপতি।

গতকালের আদেশে বলা হয়, ‘আমি এতদ্বারা নির্দেশ করিতেছি যে, বিগত ১২ জুলাই গঠন করা অবকাশকালীন বেঞ্চসমূহ বাতিল পূর্বক শারীরিক উপস্থিতি ব্যতিরেকে শুধু ১৯ জুলাই সোমবার ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য বেঞ্চসমূহ গঠন করা হলো।’

উল্লেখ্য, বিধিনিষেধের মধ্যে ১৪ জুলাই বুধবার পর্যন্ত হাইকোর্টে ভার্চুয়ালি তিনটি একক বেঞ্চ এবং আপিল বিভাগে বিচার কার্যক্রম চলমান ছিল।