Print Date & Time : 1 September 2025 Monday 11:00 am

অবশেষে শেরপুর পৌরসভায় কেনা হলো লাশবাহী গাড়ি

প্রতিনিধি,শেরপুর : অবশেষে শেরপুর পৌরসভা থেকে লাশবাহী গড়ি কেনা হয়েছে। গাড়িটি যে কোনোদিন উদ্বোধন করা হবে বলে পৌর কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে।

প্রায় দেড়শ’ বছরের প্রচীন পৌরসভায় এতদিন কোনো লাশবাহী গাড়ি ছিল না। পৌর এলাকায় কোনো ব্যক্তি মারা গেলে তার জানাজা ও কবরস্থানে লাশ নেয়ার জন্য পৌরসভার ময়লাবাহী গাড়িটিই (খোলা ট্রাক) ছিল একমাত্র সম্বল। স্বাধীনতার পর ৫২ বছর ধরেই পৌর এলাকার নিম্ন আয়ের মানুষ থেকে শুরু করে বিভিন্ন পেশাজীবী ব্যক্তিবর্গ এবং অনেক গুণী ব্যক্তির লাশ বহন করা হচ্ছিল এ ময়লার ট্রাকেই।

কিন্তু বিষয়টি গত ২৯ জানুয়ারি শেরপুরের বীর মুক্তিযোদ্ধা ও সাংবাদিক তালাপতুফ হোসেন মঞ্জুর লাশ নিয়ে জানাজা শেষে শহরের মধ্য দিয়ে কবরস্থানে নেয়ার পথে স্থানীয় সাংবাদিকসহ অন্যান্য সচেতন মহলের নজরে আসে। এ বিষয়ে ওই সময় বিভিন্ন গণমাধ্যমে ‘মুক্তিযোদ্ধার লাশ বহন করা হলো পৌরসভার ময়লার গাড়িতে’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরে নড়েচড়ে বসে পৌরসভাসহ অন্যান্য দায়িত্বশীল মহল। সে সময় পৌর মেয়র গোলাম কিবরিয়া সংবাদ সম্মেলনের মাধ্যমে জানান, মূলত পৌরসভার নিজস্ব কোনো লাশবাহী গাড়ি না থাকায় পৌরবাসীর অনুরোধেই বিনামূল্যে ময়লাবাহী ট্রাকটি পরিষ্কার করে দেয়া হতো। তবে ইতোমধ্যে পৌরসভার নিজস্ব তহবিলে একটি গাড়ি ক্রয়ের জন্য সংশ্লিষ্ট বিভাগে অনুমোদনের জন্য চাওয়া হয়েছে। অনুমোদন পেলেই গাড়িটি ক্রয় করে পৌরসভার লাশবাহী গাড়ি হিসেবে ব্যবহার করা হবে। এরই পরিপ্রেক্ষিতে ৩০ লাখ ১০ হাজার টাকা দিয়ে গাড়িটি ক্রয় করা হয়েছে।

এ বিষয়ে পৌরসভার প্রকৌশলী মো. খোরশেদ আলম জানান, পৌর এলাকায় দীর্ঘদিনের সমস্যা ছিল লাশ বহনের জন্য কোনো গাড়ি না থাকা। এখন সে সমস্যার সমাধান হয়েছে লাশবাহী গাড়ি ক্রয়ের মাধ্যমে। গাড়িটি দুদিন আগে ক্রয় করে পৌরসভার গ্যারেজেই রাখা হয়েছে। আমাদের মেয়র গোলাম কিবরিয়া লিটন বর্তমানে দেশের বাইরে রয়েছে। তিনি এলে এবং সুবিধাজনক সময়ে গাড়িটি উদ্বোধন করা হবে।