Print Date & Time : 6 August 2025 Wednesday 10:52 pm

অবসরের সময়সীমা বাড়াচ্ছে জাপান

শেয়ার বিজ ডেস্ক: শ্রমিক সংকট দেখা দেওয়ায় জাপানে সরকারি কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশটির সরকার। পূর্বে অবসরের বয়স ৬০ বছর থাকলেও ২০২০ সালের এপ্রিলের পর থেকে ৬৫-তে উন্নীত করা হবে। ৬৫ বছরের পরও কাজ করলে তাদের অতিরিক্ত বেতন দেওয়া হবে। খবর রয়টার্স।

সর্বোচ্চ গড় আয়ে–র দিক থেকে জাপান বিশ্বের মধ্যে অন্যতম দেশ।  কিন্তু গত বছর তাদের জন্মহার ছিল অত্যন্ত কম, যা ছিল গত এক শতাব্দীর মধ্যে সর্বনিম্ন। মনে করা হচ্ছে, আগামী ৪ দশকে দেশটির জনসংখ্যা প্রায় ১৩ কোটি থেকে ৯ কোটিতে নেমে আসতে পারে।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বয়স্ক কর্মকর্তাদের প্রতি দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দেশটির অর্থনৈতিক উন্নয়নে অবদান রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানিয়েছেন।

সরকারের পক্ষ থেকে একটি বিবৃতিতে বলা হয়, যেসব কোম্পানি তাদের কর্মকর্তাদের চাকরি থেকে অবসরের বয়সসীমা বাড়াতে চায়, আমরা তাদের সাহায্য করব।