আগামীকাল গাজীপুরে গণশুনানি

অভিযোগের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে দুদক

নিজস্ব প্রতিবেদক : সরকারি কর্মকর্তাদের সামনেই তাদের দপ্তরের বিষয়ে অভিযোগ তুলে ধরা হবে। সেসব অভিযোগ তাদের পাশাপাশি দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তারাও শুনবেন। তাৎক্ষণিক সেসব অভিযোগের বিষয়ে সিদ্ধান্তও দেবে দুদক। মিলবে সমাধান। সেই লক্ষ্যে ‘রুখবো দুর্নীতি, গড়বো দেশ, হবে সোনার বাংরাদেশ’ এই স্লোগানে গাজীপুরে সেবা বঞ্চিত ও হয়রানির শিকার নাগরিকদের সরাসরি অভিযোগ শুনবে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

আগামীকাল সোমবার (৩০ জানুয়ারি) সকাল ৯টায় গাজীপুর সদরের বঙ্গতাজ অডিটোরিয়ামে এই গণশুনানি অনুষ্ঠিত হবে।

দুদক সূত্র জানিয়েছে, বিভিন্ন দপ্তরে সেবা পেতে হয়রানি বা ঘুষ, দুর্নীতির শিকার সেবাপ্রত্যাশী জনসাধারণ ও সেবাদানকারী সরকারি দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা এতে অংশ নেবেন। গাজীপুরের জেলা প্রশাসক আনিসুর রহমান সঞ্চালনা ও সভাপতিত্ব করবেন। প্রধান অতিথি হিসেবে থাকবেন দুদক সচিব মাহবুব হোসেন। দুদকের মহাপরিচালক (প্রতিরোধ ও গণসচেতনতা) আক্তার হোসেন, ঢাকা বিভাগের পরিচালক মোহাম্মদ মোরশেদ আলম, গাজীপুরের পুলিশ কমিশনার, পুলিশ সুপার, দুদক জেলা কার্যালয় গাজীপুরের উপপরিচালক মোজাহার আলী সরদার, গাজীপুরের সব সরকারি দপ্তরের প্রধান ও জনপ্রতিনিধিসহ সুশীল সমাজের বিশিষ্ট নাগরিকরা উপস্থিত থাকবেন। সরকারি অফিসে হয়রানি ও দুর্নীতির শিকার জনসাধারণ গণশুনানিতে অংশ নিয়ে সেই বিষয়ে অভিযোগ তুলে ধরবেন। দুদক সেসব অভিযোগের বিষয়ে গণশুনানিতে তাৎক্ষণিক সিদ্ধান্ত নেবে।