Print Date & Time : 12 September 2025 Friday 3:23 pm

অরিন শর্মাকে আজীবন শিক্ষাবৃত্তি দিল বসুন্ধরা গ্রুপ

কুষ্টিয়ার ঝাউদিয়া গ্রামের শিশু অরিন শর্মাকে শিক্ষাবৃত্তি দিয়েছে বসুন্ধরা গ্রুপ। এই বৃত্তির আওতায় ১০ বছর বয়সী অরিন শর্মার মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা থেকে শুরু করে কর্মসংস্থানসহ সবকিছুর দায়িত্ব নিয়েছেন বসুন্ধরা গ্রুপের ভাইস চেয়ারম্যান সাফিয়াত সোবহান। গতকাল বসুন্ধরা হেডকোয়ার্টার্সে গ্রুপের ভাইস চেয়ারম্যান অরিন শর্মার বাবার হাতে একটি স্মারক তুলে দেন। এসময় প্রতিষ্ঠানের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সম্প্রতি বসুন্ধরা আটার মোড়ক বুকে নিয়ে অরিন শর্মার একটি ছবি ভাইরাল হয়। বিজ্ঞপ্তি