Print Date & Time : 12 September 2025 Friday 7:03 pm

অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুত পদক্ষেপ নিতে হবে চীনকে

শেয়ার বিজ ডেস্ক: অর্থনৈতিক পুনরুদ্ধার কার্যক্রম গতিশীল করতে চীনকে দ্রুত পদক্ষেপ নেয়ার আহ্বান করেছেন দেশটির এক ঊর্ধ্বতন অর্থনৈতিক কর্মকর্তা। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতিতে কভিড-পরবর্তী পুনরুদ্ধার কার্যক্রম শক্তিশালী করার জন্য চীনকে যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছেন দেশটির শীর্ষ রাজনৈতিক উপদেষ্টা সংস্থার একজন  জ্যেষ্ঠ অর্থনৈতিক কর্মকর্তা। খবর: গ্লোবাল টাইমস।

চীনের পিপলস পলিটিক্যাল কনসালটেটিভ কনফারেন্সের (সিপিপিসিসি) অর্থনৈতিক কমিটির উপপ্রধান এবং ন্যাশনাল ডেভেলপমেন্ট অ্যান্ড রিফর্ম কমিশনের (এনডিআরসি) সাবেক উপপ্রধান হেড নিং জিজে বলেন, দেরি না করে বরং দ্রুত ব্যবস্থা নেয়া ভালো।

সাম্প্রতিক সময়ে চীনের অর্থনীতি নি¤œমুখী হয়েছে এবং এর পুনরুদ্ধার অস্থিতিশীল ও ভারসাম্যহীন বলে মন্তব্য করেন নিং, তিনি জাতীয় পরিসংখ্যান ব্যুরোর সাবেক প্রধান ছিলেন।

নিং বলেন, বৈশ্বিক মন্দায় অর্থনৈতিক কার্যক্রমের সংকোচন প্রতিরোধ করতে সামষ্টিক অর্থনৈতিক ব্যবস্থার শক্তি ছোট হওয়া উচিত নয়।

চলতি মাসে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়ানো নিয়ে আলোচনা করার জন্য বৈঠক করে চীনের মন্ত্রিসভা। বৈঠকে সঠিক সময়ে নীতিগুলো চালু করার এবং অর্থনৈতিক পরিস্থিতির পরিবর্তনের ওপর পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দেন মন্ত্রীরা।

বিশ্লেষকরা বলছেন, চীনের কেন্দ্রীয় ব্যাংক পিপলস ব্যাংক অব চায়না (পিবিওসি) ঋণের হার আরও কমাতে পারে। তবে বেসরকারি প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে ঋণ নেয়ার আগ্রহ কমে এসেছে।

চলতি বছরের প্রথম প্রান্তিকে চীনের অর্থনীতি কিছুটা চাঙা হলেও পরে আবার গতি হারিয়ে ফেলে। এই প্রেক্ষাপটে চীন এক বছর মেয়াদি লোন প্রাইম রেট (এলপিআর) ১০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৩ দশমিক ৫৫ শতাংশ করেছে। একই সঙ্গে তারা পাঁচ বছর মেয়াদি এলপিআরও ১০ ভিত্তি পয়েন্ট কমিয়ে ৪ দশমিক ২০ শতাংশ করেছে।

এদিকে চীনের প্রবৃদ্ধির পূর্বাভাস ৬ দশমিক ৩ শতাংশ থেকে কমিয়ে ৫ দশমিক ৭ শতাংশ করেছেন বিওএফও গ্লোবাল রিসার্চের বিশ্লেষকরা।