Print Date & Time : 29 August 2025 Friday 10:41 pm

অর্থ উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন বিএসইসির চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ সোমবার (১৯ মে)  অর্থ উপদেষ্টা ড. সালেহ উদ্দিন আহমেদের সঙ্গে বৈঠকে বসবেন বলে জানা গেছে।
সংশ্লিষ্ট সূত্রটি জানিয়েছে, অর্থমন্ত্রাণলয়ে বৈঠকটি অনুষ্ঠিত হবে।
জানা গেছে, সম্প্রতি প্রধান উপদেষ্টার নেতৃত্বে অনুষ্ঠিত উচ্চ পর্যায়ের বৈঠকে শেয়ারবাজার উন্নয়ন সংক্রান্ত যে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়েছে, সেগুলোর বাস্তবায়ন এবং করণীয় নিয়ে এ বৈঠকে আলোচনা হবে।
প্রসঙ্গত, গত ১১ মে প্রধান উপদেষ্টার সভাপতিত্বে শেয়ারবাজার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে বাজারকে আরও কার্যকর ও গতিশীল করতে যে পাঁচটি নির্দেশনা দেওয়া হয়, তা হলো:
সরকারি মালিকানাধীন বিদেশি বা বহুজাতিক কোম্পানিগুলোকে শেয়ারবাজারে আনতে দ্রুত পদক্ষেপ নেওয়া।
গত ২০-৩০ বছরে গড়ে ওঠা দেশের বড় ও মুনাফাজনক বেসরকারি কোম্পানিগুলোকে প্রণোদনা দিয়ে বাজারে আনার উদ্যোগ।
বিদেশি বিশেষজ্ঞ দল এনে তিন মাসের মধ্যে শেয়ারবাজার সংস্কার প্রক্রিয়া শুরু।
শেয়ারবাজার-সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযুক্তদের বিরুদ্ধে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ।
বড় কোম্পানিগুলো যাতে ব্যাংক ঋণের বদলে শেয়ারবাজার থেকে মূলধন সংগ্রহে উৎসাহিত হয়, সেজন্য নীতিগত সহায়তা।
আজকের বৈঠকে এই নির্দেশনাগুলোর অগ্রগতি, বাস্তবায়নের প্রতিবন্ধকতা ও সমাধানের পথ নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বিএসইসি চেয়ারম্যান বৈঠকে একাই অংশ নেবেন এবং কমিশনের পক্ষ থেকে সরকারের কাছে সম্ভাব্য বাস্তবায়ন কৌশল তুলে ধরবেন।