নিজস্ব প্রতিবেদক: দেশে কভিডের তৃতীয় ঢেউ ছড়িয়ে পড়ার মধ্যে সরকারি-বেসরকারি দপ্তর অর্ধেক জনবল দিয়ে পরিচালনায় ফেরার দিন ব্যাংকগুলোও অর্ধেক জনবলে পরিচালনার সিদ্ধান্তের কথা জানাল বাংলাদেশ ব্যাংক। মন্ত্রিপরিষদ বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী এ বিষয়ে গতকাল সোমবার দুপুরে সার্কুলার জারি করেছে কেন্দ্রীয় ব্যাংকের অফ-সাইট সুপারভিশন বিভাগ।
এতে বলা হয়েছে, আগামী ৬ ফেব্রুয়ারি পর্যন্ত সরকারি, বেসরকারি, আধা-সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস-আদালতের মতো সরকারি-বেসরকারি ব্যাংকগুলোর কার্যক্রমও স্বাস্থ্যবিধি অনুসরণ করে অর্ধেক কর্মকর্তা-কর্মচারী দিয়ে পরিচালনা করা হবে।
করোনার প্রাদুর্ভাব প্রতিরোধে কর্মক্ষেত্রে প্রবেশ এবং অবস্থানকালে বাধ্যতামূলকভাবে মাস্ক পরাসহ স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বলা হয়েছে প্রজ্ঞাপনে। সেইসঙ্গে বলা হয়েছে, ব্যাংকের অন্যান্য কর্মচারীরা নিজ কর্মস্থলে অবস্থান করবেন এবং ভার্চুয়ালি দাপ্তরিক কাজ সম্পন্ন করবেন।
ব্যাংকিং সেবা অব্যাহত রাখতে প্রয়োজন অনুযায়ী, নিজ বিবেচনায় ব্যাংকগুলো সিদ্ধান্ত নিতে পারবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।
এর আগে ২০২০ সালের মার্চে দেশে করোনার প্রাদুর্ভাব শুরু হলে ১৭ মার্চ থেকে ঘোষণা করা সাধারণ ছুটিতে জরুরি সেবা ছাড়া অফিস-আদালত ছিল বন্ধ। একপর্যায়ে অর্ধেক লোকবল দিয়ে অফিস চালানোর আদেশ আসে।
২০২১ সালের এপ্রিলে প্রথমবারের মতো যখন লকডাউন দেয়া হয়। সে সময়ও একই পদ্ধতিতে চলে অফিস। একই বছরের ১ জুলাই থেকে শাটডাউন হিসেবে পরিচিতি পাওয়া বিধিনিষেধেও একই পদ্ধতিতে চলে অফিস। গত ৪ অক্টোবর করোনার দ্বিতীয় ঢেউ নিয়ন্ত্রণে আসার পর ব্যবসা প্রতিষ্ঠান ও অফিস-আদালতে ফেরে স্বাভাবিক অবস্থা। তবে ৯ জানুয়ারি করোনার তৃতীয় ঢেউয়ের প্রাথমিক লক্ষণ নিশ্চিত হওয়ার চার দিন পর আবার ১১ দফা বিধিনিষেধ আরোপ করা হয়। এরপর আবার অর্ধেক জনবলে অফিস করতে প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ।