Print Date & Time : 4 September 2025 Thursday 10:54 am

অসদাচরণ করায় শিক্ষকের বিচার চেয়ে মানববন্ধন

প্রতিনিধি, লালমনিরহাট: লালমনিরহাটের আদিতমারী উপজেলার মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক জাহাঙ্গীর আলম শাহিনের অব্যাহতি চেয়ে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন তারই প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। গতকাল সোমবার মহিষখোঁচা স্কুল অ্যান্ড কলেজের মাঠ থেকে মহিষখোঁচা ভূমি অফিস পর্যন্ত মানববন্ধন হয়। দুই ঘণ্টাব্যাপী মানববন্ধনে অভিভাবক, শিক্ষকসহ প্রায় দুই হাজার শিক্ষার্থী অংশ নেন।

শিক্ষক জাহাঙ্গীর আলম শাহিনের বিরুদ্ধে মাদক গ্রহণ, নারী কেলেঙ্কারি, ফেসবুকে অপপ্রচারসহ বিভিন্ন অভিযোগ তোলা হয়।

অধ্যক্ষ সারওয়ার আলম বলেন, সহকারী অধ্যাপক জাহাঙ্গীর আলম শাহিন অশ্লীল অঙ্গভঙ্গি, অধ্যক্ষসহ বিভিন্ন জনকে হুমকি প্রদান করেছেন। গভর্নিং বডির সবার সম্মতিতে তাকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে। এরপরে আমরা আমাদের পরবর্তী ব্যবস্থা নেব।