Print Date & Time : 3 August 2025 Sunday 9:59 pm

অসহনীয় গরমেও ৩ নম্বর সতর্কতা বন্দরে

নিজস্ব প্রতিবেদক:রাজধানীসহ দেশজুড়ে মৃদু তাপপ্রবাহের কারণে অস্বস্তিকর গরমে কষ্ট পাচ্ছেন সবাই। দুপুরের পর তাপমাত্রা বেশি বাড়ছে। এ কারণে গত কয়েক দিন ধরে পরিস্থিতি অস্বাভাবিক যাচ্ছে। এদিকে সাগরে লঘুচাপ সৃষ্টি হওয়ায় উপকূলে ঝড়ো হাওয়ার শঙ্কায় বন্দরগুলোয় তিন নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

গতকাল দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ময়মনসিংহে ৩৭ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজধানীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ ডিগ্রি সেলসিয়াস। তবে এর চেয়ে অনেক বেশি গরম অনুভূত হয়েছে বলে জানিয়েছেন নগরবাসী।

আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমান বলেন, এখন দেশজুড়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। কয়েকদিন ধরে তাপমাত্রাও বাড়ছে। আগস্টের মাঝামাঝি বৃষ্টি কম থাকায় এমন গরম আবহাওয়া বিরাজ করছে। দু-একদিন পর বৃষ্টি হওয়ার আভাস রয়েছে। বিরাজমান তাপপ্রবাহ শুক্রবারও অব্যাহত থাকবে। তবে ধীরে ধীরে বৃষ্টির প্রবণতা বাড়লে তাপপ্রবাহ কমবে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য মতে, লঘুচাপের প্রভাবে গভীর সঞ্চারণশীল মেঘমালা সৃষ্টি হওয়ায় দেশের উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। সে জন্য চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছেÑখুলনা ও বরিশাল বিভাগের অনেক জায়গায়, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু জায়গায় এবং রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি হতে পারে।

বর্ষায়ও অস্বস্তিকর গরমের রেশ ছিল। তুলনামূলক কম বৃষ্টি থাকায় জুলাইয়ে দীর্ঘ সময় তাপপ্রবাহ বয়ে যায়। আবহাওয়ার এমন পরিস্থিতির মধ্যে শুরু হওয়া ভাদ্রেও বেশ গরম বিরাজ করছে সর্বত্র। এ বিষয়ে আবহাওয়াবিদ হাফিজুর জানান, উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হয়ে নি¤œচাপে রূপ নিতে পারে।

গত জুলাইয়েও দীর্ঘদিন টানা তাপপ্রবাহ বয়ে যায়। এ সময় দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল রাজশাহী ও সৈয়দপুরে। চলতি মাসে বিচ্ছিন্নভাবে মৃদু তাপপ্রবাহ (সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যেতে পারে বলেও আভাস দিয়েছিল অধিদপ্তর। থার্মোমিটারের পারদ যদি ৩৬ থেকে ৩৮ ডিগ্রি সেলসিয়াসে ওঠে আবহাওয়াবিদরা তাকে মৃদু তাপপ্রবাহ বলেন। উষ্ণতা বেড়ে ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে বলা হয় মাঝারি তাপপ্রবাহ। আর তাপমাত্রা ৪০ ডিগ্রি ছাড়িয়ে গেলে তীব্র তাপপ্রবাহ ধরা হয়।

চলতি বছর এপ্রিলে দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস উঠেছিল রাজশাহীতে। ২০২১ সালেও দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল যশোরে ৪১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস, ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। এর আগে ২০১৪ সালে চুয়াডাঙ্গায় ৪২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়েছিল। একই বছর ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রাও ৪০ ডিগ্রিতে উঠেছিল।