Print Date & Time : 6 July 2025 Sunday 2:54 pm

অসুস্থ দুই সহকর্মীর পাশে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশনের (দুদক) অসুস্থ দুই সহকর্মীর চিকিৎসায় সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন। বুধবার (৯ মার্চ) তাদেরকে আর্থিক সহায়তা দিয়েছে সংগঠনটি। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

অসুস্থ কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে একজন দুদকের পরিচালক ও অপরজন এমএলএসএস। পরিচালক লিভার ক্যান্সারে আক্রান্ত হয়ে ভারতের হায়দরাবাদের এশিয়ান ইন্সটিটিউট অব গ্যাস্ট্রোএন্ট্রোলজিতে চিকিৎসাধীন। এমএলএসএস লিভার সংক্রান্ত জটিলতায় মহাখালীর শেখ রাসেল ন্যাশনাল গ্যাস্ট্রোলিভার ইন্সটিটিউট অ্যান্ড হসপিটালে চিকিৎসাধীন।

সংগঠনটি জানিয়েছে, দুদক সার্ভিস অ্যাসোসিয়েশনের সদস্যরা ব্যক্তিগত ও সমষ্ঠিগতভাবে বাংলাদেশের জনগণের কল্যাণার্থে নিয়োজিত। এই অ্যাসোসিয়েশনের সদস্যদের পেশাগত মানোন্নয়ন ও বিকাশের মাধ্যমে সামষ্টিক কল্যাণ, পারস্পরিক ঐক্য এবং সংহতি দৃঢ় করাসহ কর্মকর্তা-কর্মচারীদের কল্যাণে কাজ করা এর অন্যতম লক্ষ্য। দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন এভাবে কমিশনের প্রত্যেক কর্মকর্তা-কর্মচারীর সুখে-দুঃখে পাশে থাকবে। ভবিষ্যতেও কর্মকর্তা-কর্মচারীদের নানাবিধ প্রয়োজনে সর্বদা এগিয়ে আসবে।

গত ২৩ ফেব্রুয়ারি দুদক সচিব মো. মাহবুব হোসেনকে প্রধান উপদেষ্টা করে সংস্থাটি উপ-পরিচালক মশিউর রহমানকে সভাপতি ও সৈয়দ নজরুল ইসলামকে সাধারণ সম্পাদকের নেতৃত্বে ১৩১ সদস্যের দুদক সার্ভিস অ্যাসোসিয়েশন গঠিত হয়।