Print Date & Time : 12 September 2025 Friday 9:22 am

অস্ট্রিয়ার চ্যান্সেলরকে বাংলাদেশে আমন্ত্রণ প্রধানমন্ত্রী শেখ হাসিনার

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ও অস্ট্রিয়ার কূটনৈতিক সম্পর্কের সুবর্ণজয়ন্তী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অস্ট্রিয়ার চ্যান্সেলর কার্ল নেহাম্মার টেলিফোন করেছেন। গতকাল বিকেল ৪টায় দুই দেশের সরকারপ্রধান বিভিন্ন বিষয়ে কথা বলেছেন। এর ব্যাপ্তি ছিল ১০ মিনিটের মতো। প্রধানমন্ত্রীর প্রেস সচিব স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এমন তথ্য জানানো হয়।

দেশে কভিড-১৯ টিকা আসার প্রথমদিকে ১৫ লাখ ডোজ উপহার দেয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা অস্ট্রিয়ার চ্যান্সেলরের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। কার্ল নেহাম্মার এ সময় উল্লেখ করেন, ভবিষ্যতে বাংলাদেশের যদি আরও টিকা লাগে তা তারা দিতে প্রস্তুত রয়েছে।

তিনি আরও বলেন, অস্ট্রিয়া বাংলাদেশের উন্নয়নের অংশীদার হতে ইচ্ছুক। বাংলাদেশের সঙ্গে তারা অর্থনৈতিক সম্পর্ক গড়ে তুলতে চায়। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিষয়টির ওপর জোর দিয়ে বাংলাদেশে তাদের বিনিয়োগের আহ্বান জানান।

তিনি বলেন, বাংলাদেশের ভৌগোলিক অবস্থান বিনিয়োগের জন্য অত্যন্ত উপযোগী। এ সময় অস্ট্রিয়ার চ্যান্সেলর বাংলাদেশে আসার আগ্রহ প্রকাশ করেন এবং শেখ হাসিনাও তাকে আসার আমন্ত্রণ জানান।