শেয়ার বিজ ডেস্ক : শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় আলফ্রেড। তবে ঝড়ের তাণ্ডবে কুইন্সল্যান্ড অঙ্গরাজ্যে তিন লাখের বেশি মানুষ গতকাল রোববারও বিদ্যুৎবিচ্ছিন্ন ছিলেন। খবর: বিবিসি।
ঝোড়ো বাতাসের সঙ্গে প্রবল বৃষ্টিতে কোনো কোনো এলাকায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে। স্থানীয় কর্তৃপক্ষ বন্যার পানি থেকে একজনের মৃতদেহ উদ্ধার করার কথা জানিয়েছে। এছাড়া ঝড়ের মধ্যে একটি সামরিক যান দুর্ঘটনায় পড়ে আহত হয়েছেন ১৩ সেনাসদস্য। প্রবল ঘূর্ণিঝড়ে রূপ নেওয়া আলফ্রেড গত শনিবার উপকূলের কাছাকাছি এসে শক্তি হারিয়ে কিছুটা দুর্বল হয়ে যায়। পরে ক্রান্তীয় ঝড়ে রূপ নিয়ে কুইন্সল্যান্ডের রাজধানী ব্রিসবেনের কাছ দিয়ে উপকূল অতিক্রম করে।
ঝড়ের কারণে বিপদের ঝুঁকি ‘এখনো কাটেনি’ জানিয়ে কর্মকর্তারা আজও স্থানীয় লোকজনকে বাড়ির ভেতর সতর্ক অবস্থায় থাকতে বলেছেন। ঝড়ে অনেক গাছ উপড়ে গেছে, অনেক এলাকায় বিদ্যুতের তার ছিঁড়ে গেছে, নিচু এলাকার রাস্তা বন্যার পানিতে তলিয়ে গেছে। পুলিশ জানিয়েছে, গতকাল তারা ৬১ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছেন। তিনি আগের দিন নিখোঁজ হয়েছিলেন। নিউ সাউথ ওয়েলসের ডোরিগোতে বন্যার পানিতে তার গাড়ি আটকে গিয়েছিল। জরুরি উদ্ধারকর্মীরা ওই ব্যক্তিকে তার গাড়ি থেকে বের হয়ে নদীর তীরের একটি গাছে উঠতে দেখেছিলেন। কিন্তু পানির তোড় বেশি থাকায় উদ্ধারকর্মীরা তার কাছে পৌঁছাতে পারেননি। একপর্যায়ে পানির তোড়ে ভেসে যান তিনি।
এ ঘটনার পরদিন পুলিশ ওই এলাকায় একটি মৃতদেহ খুঁজে পায়। ধারণা করা হচ্ছে, মৃতদেহটি ভেসে যাওয়া ব্যক্তির। এছাড়া পৃথক দুর্ঘটনায় ১৩ সামরিক সদস্য আহত হয়েছেন। দুর্ঘটনাটি ঘটেছে ব্রিসবেন থেকে ২০০ কিলোমিটার দক্ষিণের শহর লিসমোরে। স্থানীয় কর্মকর্তারা বলেন, একটি সরু সড়ক দিয়ে যাওয়ার সময় একটি ট্রাক উল্টে যায় ও সেটি আরেকটি ট্রাককে আঘাত করে।
আলফ্রেডের প্রভাবে গত শুক্রবার রাত থেকেই ব্রিসবেনে ঝোড়ো বাতাস ও ভারী বৃষ্টি শুরু হয়।