Print Date & Time : 7 September 2025 Sunday 12:23 am

অস্ট্রেলিয়ায় তুমুল বৃষ্টি বন্যাদুর্গতদের সরিয়ে নেয়া হচ্ছে

শেয়ার বিজ ডেস্ক: চলতি মাসে দ্বিতীয়বারের মতো ভারী বৃষ্টিতে প্লাবিত হয়েছে অস্ট্রেলিয়ার পূর্বাঞ্চল। বন্যাদুর্গতদের সংখ্যা বাড়তে থাকায় তাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশনা দেয়া হয়েছে। কর্তৃপক্ষ জানায়, এই অস্বাভাবিক আবহাওয়া পরিস্থিতি আরও ২৪ ঘণ্টা থাকতে পারে। খবর: রয়টার্স।

কুইন্সল্যান্ড প্রদেশে বন্যার পানিতে আটকে পড়া গাড়ি থেকে এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। এরপর আরও একজনের মৃত্যুর খবর জানায় কর্তৃপক্ষ।

নিউ সাউথ ওয়েলসের উত্তরাঞ্চল ও কুইন্সল্যান্ডের দক্ষিণাঞ্চলের একাধিক শহর চলতি মাসের শুরুর দিকে বন্যায় ক্ষতিগ্রস্ত হয়। এখনও এখানকার ধ্বংসাবশেষ সরাতে হিমশিম পোহাচ্ছে স্থানীয় প্রশাসন। ওই বন্যায় অন্তত ২১ জনের মুত্যুর খবর পাওয়া যায়। এছাড়া ভেসে যায় কয়েকশ খামার, বাড়ি ও গবাদিপশু।

নতুন করে বৃষ্টি শুরু হওয়ায় নিউ সাউথ ওয়েলসের জরুরি সেবা-বিষয়ক মন্ত্রী স্টেফানি কোক আশঙ্কা করছেন, ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় ডুবে যাওয়া অনেক ভবন ফের বন্যার কবলে পড়তে পারে। তিনি বলেন, এটি দুর্ভাগ্যজনক বাস্তবতা, যার মুখোমুখি হচ্ছি আমরা।

এক সতর্কবার্তায় দেশটির আবহাওয়া ব্যুরো গতকাল জানায়, নিউ সাউথ ওয়েলসের উত্তর উপকূলের ৫০০ কিলোমিটারের বেশি এলাকায় প্রাণসংহারী বন্যা দেখা দিতে পারে। কিছু এলাকায় বিচ্ছিন্নভাবে ছয় ঘণ্টায় ৩০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে বলেও পূর্বাভাস দিয়েছে সংস্থাটি। আগের বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয় এ অঙ্গরাজ্যে লিজমোর শহর। এবার নদীর পানি বাড়তে থাকায় এই উত্তরাঞ্চলীয় শহরের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়ার নির্দেশ দেয়া হয়েছে, যা এরই মধ্যে কার্যকর হয়েছে। টেলিভিশন ফুটেজে শহরটির বাসিন্দাদের বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার আগে জরুরি বিভাগের কাছ থেকে বালুর বস্তা নিতে দেখা গেছে। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরিয়ে নিতে সহায়তা করতে বন্যাদুর্গত এলাকাগুলোয় প্রায় তিন হাজার ৩০০ সেনাসদস্য মোতায়েন আছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়।