Print Date & Time : 6 August 2025 Wednesday 12:17 am

অস্ট্রেলিয়ায় স্থায়ী হচ্ছেন নুসরাত ফারিয়া

শোবিজ ডেস্ক: ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া মাজহার দীর্ঘ সাত বছরের প্রেম শেষে গেল মার্চে বাগদান সেরেছেন। প্রেমিক রনি রিয়াদ রশিদের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসবেন ডিসেম্বরের শেষের দিকে।

এবার জানা গেল, বিয়ের পর এই চিত্রনায়িকা স্থায়ী হচ্ছেন অস্ট্রেলিয়ায়। সম্প্রতি ভারতীয় গণমাধ্যম টাইমস অব ইন্ডিয়াকে ফারিয়া বলেন, ‘আমরা ডিসেম্বরের শেষের দিকে বিয়ে করব, আশা করি সেই সময়ের মধ্যে পরিস্থিতি আরো ভালো হয়ে উঠবে। আমরা তার পরে অস্ট্রেলিয়ায় স্থায়ী হওয়ার পরিকল্পনা করছি।’

ওই সাক্ষাৎকারে নুসরাত ফারিয়া আরো জানিয়েছেন, এবারের জন্মদিনে তাঁকে হবু স্বামী নীল হীরার আংটি উপহার দিয়েছেন। এ ছাড়া খুব দ্রুতই রাজা চন্দের ‘ভয়’ সিনেমার শুটিংয়ে অংশ নিতে সড়কপথে দেশ ছাড়বেন এই অভিনেত্রী।

দুই বাংলার জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত ফারিয়া ১৯৯৩ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামে জন্মগ্রহণ করেন। মিডিয়াতে ক্যারিয়ার শুরু করেন আরজে হিসেবে। তবে নজর কাড়েন ২০১২ সালে এনটিভির ‘থার্টিফার্স্ট ধামাকা কক্সবাজার’ অনুষ্ঠানের মাধ্যমে। আলোচিত প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার মাধ্যমে চলচ্চিত্রে পা রাখেন ফারিয়া। এরপর নিয়মিত মুখ হয়ে উঠেছেন ঢাকা ও কলকাতার সিনেমায়।