Print Date & Time : 2 September 2025 Tuesday 2:35 am

অস্বাভাবিক দর বৃদ্ধির কারণ জানে না দুই কোম্পানি

নিজস্ব প্রতিবেদক : সাম্প্রতিক সময়ে অস্বাভাবিকভাবে শেয়ারের দাম বেড়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস লিমিটেড ও এপেক্স ফুডস লিমিটেডের। তবে কোম্পানি দুটি এই অস্বাভাবিক মূল্য বৃদ্ধির কারণ জানে না বলে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) জানিয়েছে। আজ বুধবার (২৩ ফেব্রুয়ারি) ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্রমতে, সাম্প্রতিক সময়ে এপেক্স স্পিনিং ও এপেক্স ফুডসের অস্বাভাবিক দর বৃদ্ধি পর্যবেক্ষণ করেছে ডিএসই। এরই পরিপ্রেক্ষিতে কোম্পানির কাছে ২২ ফেব্রুয়ারি দর বৃদ্ধির কারণ জানতে চাওয়া হয়। এর জবাবে কোম্পানি দুটি ডিএসইকে জানায়, কোম্পানির কাছে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই, যার কারণে সাম্প্রতিক সময়ে এমন দর বৃদ্ধি হয়েছে।

তথ্য বিশ্লেষণে দেখা যায়, গত ৬ ফেব্রুয়ারি এপেক্স স্পিনিংয়ের প্রতিটি শেয়ার লেনদেন হয়েছে ১২৮ টাকা ৫০ পয়সায়। এরপর ক্রমাগত দর বৃদ্ধি হতে থাকে। সর্বশেষ ২২ ফেব্রুয়ারি কোম্পানির প্রতিটি শেয়ার হাতবদল হয়েছে ১৭৮ টাকা ৫০ পয়সায়। অর্থাৎ আলোচিত সময়ে কোম্পানির শেয়ারের দাম বেড়েছে ৫০ টাকা।

অন্যদিকে, ৮ ফেব্রুয়ারি এপেক্স ফুডসের প্রতিটি শেয়ার বেচাকেনা হয়েছে ১৭৩ টাকা ৩০ পয়সায়। এরপর ক্রমাগত দর বৃদ্ধি হয়েছে শেয়ারটির। ১৭ ফেব্রুয়ারি শেয়ারটির দাম ২৩১ টাকা ১০ পয়সায় ঠেকে। এরপর পাঁচ টাকা ৪০ পয়সা কমে সর্বশেষ ২২ ফেব্রুয়ারি কোম্পানির শেয়ার হাতবদল হয়েছে ২২৫ টাকা ৭০ পয়সায়। অর্থাৎ, এ সময়ের মধ্যে কোম্পানির শেয়ারদর বেড়েছে ৫২ টাকা ৪০ পয়সা। ফলে এত কম সময়ে কোম্পানি দুটির শেয়ারের এমন মূল্য বৃদ্ধিকে অস্বাভাবিক বলছে ডিএসই কর্তৃপক্ষ।